পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, জুলাই ১১, ২০১৯ ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের সমলোচনায় করা ই-মেইল ফাঁসের জেরে উত্তপ্ত পরিবেশের মধ্যেই পদত্যাগ করলেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ড্যারক। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর বুধবার কিম ড্যারেকের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে বলে বিবিসি জানিয়েছে। স্যার কিম জানান, তিনি সব জল্পনার অবসান ঘটাতে চেয়েছেন। ই-মেইল ফাঁসের ঘটনা দায়িত্ব পালনকে তার কাছে ‘‘অসম্ভব” করে তুলেছে বলে জানান তিনি। এর আগে ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনকে ‘অযোগ্য’, ‘অদক্ষ’ এবং ‘উদ্ভট’ আখ্যায়িত করা কিম ড্যারকের ই-মেইল ফাঁস হয়। পরে এক টুইট বার্তায় ট্রাম্প ই-মেইল ফাঁসের ঘটনায় কিম ড্যারককে ‘খুবই মূর্খ একজন মানুষ’ বলে উল্লেখ করেন। এছাড়াও ব্রেক্সিট বিষয়ে প্রধানমন্ত্রী টেরেসা মে তার পরামর্শ উপেক্ষা করে নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন বলেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। এছাড়া কিম ড্যারকের সঙ্গে হোয়াইট হাউজ আর কোনো সম্পর্ক রাখবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। ই-মেইল ফাঁস এবং ব্রেক্সিট বিষয়ে টেরেসা মে’র ভূমিকা নিয়ে ট্রাম্পের এই মন্তব্য ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পুরো যুক্তরাজ্যের প্রতি ‘অসম্মানজনক’ বলে মন্তব্য করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: ব্রিটিশ রাষ্ট্রদূত