কারবালায় পদদলিত হয়ে ৩১ জনের মৃত্যু

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০১৯

ইরাকের কারবারায় আশুরার সমাবেশে পদপিষ্ট হয়ে নিহত হলেন ৩১ জন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার আশুরার দিন শিয়া সম্প্রদায়ের মিছিলের সময় প্রবল ভিড়ের চাপে কারবালা শহরে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর বিবিসির।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রকের মুখপাত্র সইফ আল-বদর জানিয়েছেন, প্রবল ভিড়ের চাপে অন্তত পক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন আরও ১০০ জন। তার আশঙ্কা, ঘটনায় মৃতের সংখ্যা বাড়তে পারে।

নিরাপত্তাকর্মীদের বরাতে বার্তাসংস্থা এপি জানিয়েছে, মিছিল চলাকালে রাস্তার পাশের একটি স্থাপনা হঠাৎ ধসে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ছুটোছুটির সময় হতাহতের ঘটনা ঘটে।

কারবালার এক নিরাপত্তাকর্মী জানান, মানুষের অতিরিক্ত চাপের কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

এদিন আশুরা পালন করতে রাজধানী বাগদাদ থেকে প্রায় ১০০ কিমি দূরের কারবালা শহরে শুরু হয় সমাগম।

প্রতি বছর পবিত্র মহররম মাসে হজরত হোসাইন রাযি.-এরমৃত্যুর স্মরণে কারবালায় হাজির হন কয়েক লাখ শিয়া ভক্ত।

ইরাকে সাদ্দাম হুসেনের শাসনকালে আশুরা দিবসে প্রকাশ্যে কারবালা যুদ্ধের দৃশ্য অভিনয় করার উপর নিষেধাজ্ঞা চাপানো হয়। বর্তমান প্রশাসন অবশ্য বিশেষ দিনটিতে ছুটি ঘোষণা করেছে।

Comments