নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে ৩ ভারতীয়, নিখোঁজ ৯ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২৬ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০১৯ একুশে ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলায় নিহত ৪৯ জনের ৩ জন ভারতীয়ও রয়েছেন। এছাড়া দেশটির আরও ৯ জন নিখোঁজ রয়েছেন। নিউজিল্যান্ডের ভারতীয় দূতাবাসের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এনডিটিভি । এনডিটিভির ওই খবরে হয়, হামলার পর শহরের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন নিউজিল্যান্ডের মসজিদগুলিতে মুসল্লিদের যেতে নিষেধ করা হয়েছে। এবং শহরের সকলকে বাড়ির ভেতরেই থাকতে অনুরোধ করা হয়েছে। এদিকে, এ হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। শুক্রবার স্থানীয় সময় দুপুরে ক্রাইস্টচার্চে হ্যাগলি ওভাল মাঠের কাছে সেন্ট্রাল মসজিদে জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে। ওই মসজিদেই জুমার নামাজ পড়তে যাচ্ছিলেন তামিম ইকবাল, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলামরা। তবে এক নারী তাদের হামলার বিষয়ে সতর্ক করায় তারা প্রাণে বেঁচে গেছেন। যদি এই হামলায় তিন বাংলাদেশি নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: