নেপালে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২১ জন নিহত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৮ আন্তর্জাতিক ডেস্ক: নেপালে শিক্ষা সফরের বাস খাদে পড়ে অন্তত ২১ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। শুক্রবার দাং জেলা থেকে ঘোরানি শহরে ফেরার পথে তুলসিপুরের কাছে পাহাড়ি রাস্তা থেকে বাসটি ৭০০ মিটার নিচে পড়ে যায়। আহত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হতাহতরা সবাই কৃষ্ণ সেন ইছুক পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থী। উদ্ভিদবিদ্যা বিষয়ক শিক্ষা সফরের অংশ হিসেবে তারা দাংয়ের একটি কৃষিখামার দেখতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই বাসটি দুর্ঘটনায় পড়ে। স্থানীয় পুলিশ কর্মকর্তা প্রেম বাহাদুর শাহ বলেন, সড়ক থেকে প্রায় ৭০০ মিটার নিচে পড়ে যায় বাসটি। আমরা ১৬ জনের লাশ উদ্ধার করতে পেরেছি। আহতদের মধ্যে অন্তত দুইজনের অবস্থা গুরুতর বলেও জানিয়েছেন তিনি। কাঠমান্ডু থেকে ৪০০ কিলোমিটার পশ্চিমের দুর্গম এলাকায় শুক্রবারের এ দুর্ঘটনাটি হয়। /এসএস Comments SHARES আন্তর্জাতিক বিষয়: