নাইজেরিয়ায় স্কুল ভবন ধসে ১০ শিক্ষার্থীর মৃত্যু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৫৫ পূর্বাহ্ণ, মার্চ ১৪, ২০১৯ একুশে ডেস্ক: নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোস শহরের ইটা ফাজি আইল্যান্ডে একটি স্কুল ভবন ধসে পড়ে শিশুসহ কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ঘটনার পর সেখান থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৪০ জনকে। ধারণা করা হচ্ছে এখনও অনেকে ধ্বংসস্তুপের নিচে আটকে আছে। স্থানীয় সময় বুধবার সকাল ১০টার দিকে দ্বীপের ইতা ফাজি আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় জরুরি সেবা ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র ইব্রাহিম ফারিনলোই। ভবনটি ধসে পড়ার আগে এটি দীর্ঘক্ষণ ধরে কাঁপছিল বলে জানিয়েছেন মোহাম্মদ মুফতি নামের এক প্রত্যক্ষদর্শী। গণমাধ্যমে প্রকাশিত ছবি থেকে দেখা যায় ভবনের ধ্বংসস্তুপ থেকে উদ্ধারকর্মীরা কয়েকটি শিশুকে বের করে আনছেন। তারা ধসে পড়া ভবনের পিলার, কংক্রিটের বিশাল স্ল্যাব এবং দুমড়েমুচড়ে যাওয়া ধাতবখণ্ড সরিয়ে শিশুদের বের করে আনার চেষ্টা করছেন। তবে কী কারণে ভবনটি ধসেছে তা এখনও জানা যায়নি। এদিকে ধসে পড়া তিনতলা ভবনের উপরের তলায় একটি প্রাথমিক বিদ্যালয়ে শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করতো। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ওই ভবনে বিদ্যালয় ছাড়াও বেশ কয়েকটি আবাসিক অ্যাপার্টমেন্ট ছিল। এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: