রোহিঙ্গা নিপীড়নের সংবাদ সংগ্রহকারী দুই সাংবাদিকের কারাদণ্ড আপিলেও বহাল নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:১৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০১৯ ডেস্ক: মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়নের তথ্য সংগ্রহের সময় গ্রেফতার রয়টার্সের দুই সাংবাদিকের সাত বছরের সাজার রায় বহাল রেখেছে দেশটির আপিল বিভাগ। এর আগে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করে গত বছরের সেপ্টেম্বরে সাংবাদিক ওয়া লোন এবং কিয়াও সোয়েকে ওই সাজা দেন একজন জেলা জজ। ওই রায়ের বিরুদ্ধে দুই সাংবাদিকের আপিল আবেদন শুক্রবার খারিজ করে দিয়েছে মিয়ানমারের হাইকোর্ট। আপিলের রায় ঘোষণার সময় দুই সাংবাদিক আদালতে উপস্থিত ছিলেন না। বিচারক অং নাইং তার রায়ে বলেছেন, আসামিরা নির্দোষ এমন দাবির পক্ষে যথেষ্ট প্রমাণ তারা উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। তবে এই রায়ের বিরুদ্ধে এখন সুপ্রিম কোর্টে আপিল করতে পারবেন রয়টার্সের ওই দুই সাংবাদিক। ২০১৭ সালের ডিসেম্বরে এক সন্ধ্যায় পুলিশ সদস্যদের আমন্ত্রণে রেস্টুরেন্টে যাওয়ার পর নিখোঁজ হন মিয়ানমারে কর্মরত রয়টার্সের ওই দুই সাংবাদিক। পরে মিয়ানমার কর্তৃপক্ষ দাপ্তরিক গোপনীয়তা আইন ভঙ্গের অভিযোগে তাদের গ্রেপ্তার দেখানো হয়। রাখাইনের ইন দিন গ্রামে সেনা অভিযানের সময় রোহিঙ্গাদের ওপর চালানো গণহত্যার ওপর অনুসন্ধান চালাতে গিয়েই মামলার কবলে পড়েন তারা। সূত্র: বাংলাদেশ প্রতিদিন। /এসএস Comments SHARES আন্তর্জাতিক বিষয়: