মুসলিমদের পাশে দাঁড়ানোয় নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, মার্চ ২২, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে নৃশংস হামলার এক সপ্তাহ পূর্তিতে নিহতদের জন্য প্রার্থনা করতে শুক্রবার জুমার নামাজের সময় হামলার স্থানে উপস্থিত হয়েছিলেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। এ সময় হিজাবের মতো মাথা ঢেকে সবার সামনে আসেন তিনি। এই ঘটনায় মুসলিমদের পাশে দাঁড়িয়ে সারাবিশ্বের মন জয় করে নিলেও তাকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। নিউজিল্যান্ডের প্রধান সংবাদ মাধ্যম ওটাগা টাইমস এই খবর জানিয়েছে। দেশটির পুলিশ জানায়, ক্ষুদে ব্লগিং সাইট টুইটারে একটি বন্দুকের ছবি পোস্ট করে তার ক্যাপশনে লেখা হয় ‘পরবর্তী লক্ষ্য আপনি’। এর মাধ্যমে মূলত দেশটির প্রধানমন্ত্রীকেই হুমকি দেওয়া হয়। এই ঘটনার পর বিভিন্ন মানুষ ওই অ্যাকাউন্টটিতে রিপোর্ট করে। পরে টুইটার অ্যাকাউন্টটি সরিয়ে নিতে বাধ্য হয়। তার আগে অবশ্য হুমকি দেয়া ওই পোস্টটিও সরিয়ে ফেলে টুইটার। এরপর টুইটার ফিরতি টুইট করে জানায় ‘আমরা নিউজিল্যান্ডের পাশে আছি’। এদিকে আজ শুক্রবার জুমার নামাজের সময় হামলার স্থানে উপস্থিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রীসহ হাজারো কিউই নাগরিক। মুসলমানদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে সম্প্রীতির এক অনন্য নজির সৃষ্টি করেন তারা। অন্য ধর্মের নারীরাও মাথায় হিজাব পড়ে মুসলিমদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। বিআইজে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি