৩৭০ ধারা বাতিল করে কাশ্মীরের মুসলমানদের গলায় শিকল বাঁধা হয়ছে

প্রকাশিত: ৬:৪৭ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

সৈয়দ বেলালী, দাম্মাম থেকে

দাম্মামের একটি মসজিদে গত কাল শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদিআরব দাম্মাম প্রাদেশিক শাখার আামেলার মাসিক মিটিং অনুষ্ঠিত হয়, শাখা সভাপতি হাফেজ মাও. বেলায়েত হোসাইনের সভাপতিত্বে সেক্রেটারী হাফেজ মাও.ফয়েজ উল্লাহর পরিচালনায়।

উপস্হিত ছিলেন, সহ সভাপতি মাও. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিব উল্লাহ বেলালী, সহ প্রচার সম্পাদক, মাও. আতাউর রহমান মারুফ, দপ্তর সম্পাদক মাও. নুরুল ইসলাম, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক কারী রফিকুল ইসলাম ডালিম।

সেক্রেটারী মাও. ফয়েজ উল্লাহ, বৈঠকে গত মিটিং এর পর্যালোচনা তুলে ধরেন, এবং আগামী মাসে সাংগঠনিক সফর সূচি প্রনয়ন করেন।
সকল দায়িত্বশীলের সর্বসম্মতিক্রমে আগামী শেষনের জন্য উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

বৈঠকে জেলা দায়িত্বশীলদের তারবিয়াত প্রদান করেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ হাবিব উল্লাহ বেলালী, সৈয়দ বেলালী তারবিয়তে বলেন, প্রত্যেক জেলা দায়িত্বশীল নিজের দায়িত্ব সম্পর্কে অবগত হতে হবে এর পরেই কাজ করলে ঐ কাজ সুন্দর হবে এবং মনে তৃপ্তি আসবে, অন্যথায় কোনই পায়দা হবে না। আমি চাই প্রত্যেক দায়িত্বশীল সাংগঠনিক ভাবে যোগ্যতাপুর্ন হয়ে সাংগঠনিক কাজ কে আরো গতিশীল করতে এবং কি যে কোন দায়িত্ব আসলে কাজ করতে যেন সমস্যার সম্মুখীন হতে না হয়।

বৈঠকের শেষ পর্যায় আলোচনা করেন সহ সভাপতি মাও. আবু তাহের, তাহের সাহেব, বলেন বর্তমান পরিস্হিথি আমরা সকলেই জানি, ভারত সরকার সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করে কাশ্মিরের মোসলমানদের গলায় শিকল বেঁধে দিয়েছে, যাতে করে তারা স্বাধীন ভাবে চলাপেরা করতে না পারে।

আমরা আজকের বৈঠক থেকে দাবি করি সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ পুনর্বহাল করে কাশ্মীরের মোসলমানদের অধিকার পিরিয়ে দিতে হবে, এবং তাদের উপর চালানো নির্মম নিষ্ঠুর নির্যাতন বন্ধ করতে হবে, কাশ্মীরের জাতীয় নেতাদের মুক্তি দিতে হবে।

বৈঠকে আরো উপস্হিত ছিলেন, মহিলা ও পরিবার কল্যান সম্পাদক মাও. আমিনুল ইসলাম, সহকারী প্রবাসী বিষয়ক সম্পাদক শেখ মামুন আল মুছা, সহকারী দপ্তর সম্পাদক, মো. আলিম উল্লাহ, সহকারী অর্থ সম্পাদক হাফজ ফখরু ইসলাম, প্রমুখ।

পরে সহ সভাপতির দোয়া মুনাজাতের মাধ্যমে মাসিক আমেলার মিটিং সমাপ্ত করা হয়।

Comments