মক্কা-মদিনার নিরাপত্তা রক্ষার প্রয়োজনে আমাদের সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে

প্রকাশিত: ১:০৫ পূর্বাহ্ণ, মার্চ ১২, ২০১৯

এক সাংসদ সৌদি আরবের সঙ্গে সামরিক চুক্তির বিষয় উত্থাপন করেছিলেন। এরই জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের বলব এটা চুক্তি নয়, সমাঝোতা স্মারক-এমওইউ। এ ধরনের সমঝোতা স্মারক বহু দেশের সঙ্গে আছে। আমাদের প্রতিরক্ষা চুক্তিও অনেক দেশের সঙ্গে আছে।

বামপন্থী রাজনীতি যাঁরা করতেন, যেসব দেশের আদর্শকে তাঁরা ধারণ করে চলতেন, সেসব দেশের সঙ্গেও এই চুক্তি আছে।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এখন কিন্তু গ্লোবাল ভিলেজ এটা মনে রাখতে হবে।

আমাদের সশস্ত্র বাহিনী কেবল আমাদের দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। জাতিসংঘের অধীনে তারা বিশ্বের সংঘাতপূর্ণ দেশে শান্তিরক্ষা মিশনে কাজ করছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরব এমওইউ হচ্ছে অবকাঠামো নির্মাণ, কারিগরি সহায়তা আর সৌদি আরবের স্থলসীমানার মধ্যে অবিস্ফোরিত মাইন অপসারণরে জন্য। এই মাইন অপসারণে বাংলাদেশ যথেষ্ট পারদর্শী।

আমাদের সেনাবাহিনী কুয়েতে মাইন অপসারণে কাজ করছে।’ তিনি বলেন, ‘সৌদি আরবের সঙ্গে একটি বিষয় আমাদের সমঝোতা হয়েছে, তারা (সৌদি আরব) যদি কোনো দেশের সঙ্গে যুদ্ধ করে সেই যুদ্ধে আমাদের সামরিক বাহিনী লিপ্ত হবে না। যুদ্ধে আমরা অংশগ্রহণ করব না। একমাত্র শান্তিরক্ষার ক্ষেত্রে জাতিসংঘের অধীনে যদি হয় তখন আমরা যাব।

আর আমাদের পবিত্র দুটি জায়গা মক্কা শরিফ এবং মদিনা। এই মক্কা ও মদিনার নিরাপত্তা রক্ষার প্রয়োজন হয় তাহলে সেখানে আমাদের সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে।’

Comments