আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোদির বায়োপিক মুক্তিতে নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯ ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক ‘পি এম নরেন্দ্র মোদি’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। তারা জানিয়েছে, আসন্ন লোকসভা নির্বাচন শেষ হওয়ার আগে এ ছবি প্রচার করা যাবে না। নির্বাচন কমিশন জানিয়েছে, এই ছবি লোকসভা নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ডকে (সবার জন্য সমান সুযোগ) ক্ষতিগ্রস্ত করবে। কেন্দ্রীয় সরকারে ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দেবে এমন অভিযোগ এনে ছবিটি বন্ধে গত মঙ্গলবার বিরোধী দল কংগ্রেসর করা একটি আবেদন খারিজ করে দেয় দেশটির সর্বোচ্চ আদালত। তারা জানায়, ছবিটি বন্ধে সিদ্ধান্ত নেবে ভারতের নির্বাচন কমিশন। ওমাং কুমার পরিচালিত পি এম নরেন্দ্র মোদি ছবিটি আগামী ১১ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিলো। ছবিতে মোদির চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওবেরয়। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: