সাংবাদিক মাহফুজ উল্লাহর স্মরণে কাঁদলেন মির্জা ফখরুল

প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, মে ১৩, ২০১৯

ডেস্ক: সদ্য প্রয়াত প্রথিতযশা সাংবাদিক মাহফুজ উল্লাহর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের কথা বলতে গিয়ে আজ সোমবার এক সভায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক মাহফুজ উল্লাহ নাগরিক শোকসভায় যোগ দিয়ে মির্জা ফখরুল তার কথা স্মরণ করেন, এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

গত ২৭ এপ্রিল ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিক মাহফুজ উল্লাহ মারা যান। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, ‘মাহফুজ উল্লাহর সঙ্গে আমার এতো ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যে, তিনি আমার পাশে থাকবেন না তা কখনো ভাবিনি।’

এক সময় মাহফুজ উল্লাহ বিএনপির সমালোচনা করেছিলেন উল্লেখ করে ফখরুল বলেন, ‘তিনি সত্যকে সত্য বলতেন। ছাত্রজীবন থেকে তিনি রাজনীতি সচেতন ছিলেন। পরবর্তী জীবনে সাংবাদিক হিসেবে অবদান রেখেছেন তিনি।’

বিএনপি মহাসচিব বলেন, যে দেশে গণতন্ত্র নেই সে দেশে মুক্তিবুদ্ধি চর্চা ও লেখা কঠিন। কিন্তু মাহফুজ উল্লাহ তা পেরেছেন। যে সমাজে কথা বলা দুঃসহ। সেখানে তিনি কথা বলেছেন, লিখে গেছেন। হুমকি-ধমকির মুখেও তিনি লিখে গেছেন। আমৃত্যু্ তিনি সংগ্রাম করে গেছেন।

এমএম/

Comments