মালদ্বীপে ফের ক্ষমতায় ফিরলেন মোহাম্মদ নাশিদ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:১৯ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপে ফের ক্ষমতায় ফিরলেন ক্ষমতচ্যুত সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। নির্বাসন থেকে দেশে ফেরার মাত্র পাঁচ মাসের মাথায় ভূমিধস বিজয়ের মাধ্যমে ক্ষমতায় ফিরলেন তিনি। শনিবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তার দল মালদ্বীভিয়ান ডেমোক্রেটিক পার্টি (এমডিপি) ৮৭ আসন বিশিষ্ট পার্লামেন্টের দুই তৃতীয়াংশ আসনে জয় লাভ করেছেন। নির্বাচনে এমডিপি কমপক্ষে ৬০ আসনে জয় পেয়েছে। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, নাশিদের দল ৬৮টি আসনে জয় পাবে। এদিকে আনুষ্ঠানিক ফলাফল পেতে কয়েকদিন সময় লাগবে বলে জানা গেছে। নির্বাচন কর্মকর্তারা বলছেন, নির্বাচনে ৮০ শতাংশ ভোটার ভোট দিয়েছে। যা সেপ্টেম্বরের নির্বাচনের চেয়ে কম। সেপ্টেম্বরের নির্বাচনে ৮৯ শতাংশ ভোটার ভোট দেয়। নির্বাচন কমিশনার আহমেদ শরিফ সাংবদিকদের বলেন, নির্বাচনে কোনো অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচনে জয় লাভ েরার পরে দেশটিতে ব্যাপক সংস্কার ও সরকারের দুর্নীতি বন্ধ এবং স্থিতিশীলতা ও গণতন্ত্রের এক নতুন যুগের সূচনার অঙ্গীকার করে রাজধানী মালেতে রোববার সমর্থকদের উদ্দেশ্যে মোহাম্মদ নাশিদ বলেন, ‘সরকারে শান্তি ও স্থিতিশীলতা আনাই আমাদের প্রধান কর্তব্য’। মোহাম্মদ নাশিদ ২০১৫ সালে ১৩ বছরের কারাদন্ডে দন্ডিত হন। এর এক বছর পর চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পান। যুক্তরাজ্য যাওয়ার পর থেকে নাশিদ নির্বাসনেই ছিলেন। গত বছর সেপ্টেম্বরে নাশিদের তীব্র প্রতিদ্বন্দ্বি সাবেক প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিনকে হারিয়ে তার রাজনৈতিক সহযোগী ইব্রাহিম মোহাম্মদ সলিহ প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর দেশটির সুপ্রিম কোর্ট নাশিদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয়। গত বছরের নভেম্বর পর্যন্ত নাশিদ নির্বাসনে ছিলেন। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: