বইমেলায় লেখকের কথা (ভিডিও) নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯ নাফিজ আলম চয়ন, নিজস্ব প্রতিনিধি: ভাষার মাস ফেব্রুয়ারি। শুরু হলো অমর একুশে গ্রন্থমেলা ২০১৯। দিন যতই বাড়ছে, তরুণ লেখক-লেখিকাদের আগ্রহ ও উৎসাহ বেড়ে চলছে। মেলার ১১তম দিনে বিভিন্ন স্টলে প্রতিদিনিই জমা পড়ছে নতুন নতুন বই। গ্রন্থমেলাকে প্রাণবন্ত করতে পাঠকদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন লেখক-প্রকাশক। বইমেলা ঘুরে দেখা যায় পাঠকদের বিশাল সমাগম। বইমেলা হয়ে উঠেছে উৎসবমুখর। শুরুতেই কথা হয় একজন নতুন লেখক এ্যাডভেকেট অধ্যাপক আলাউদ্দীন মোল্লার সাথে। এবারে তার দ্বিতীয় বই প্রকাশ পেয়েছে। ৪টি বিয়োগাত্মক গল্প নিয়ে ‘স্মৃতির আড়ালে’ গল্পগ্রন্থটি তে ফুটে উঠেছে বাস্তবধর্মী কাহিনীর কল্পনার ফানুস। তারপর কথা হয় লেখিকা রেহানা পুতুলের সাথে। তার উপন্যাস ‘নিষিদ্ধ সুখের মহড়া’ তে তুলে ধরেছেন রাতের আধাঁরে ঘটে যাওয়া নিষিদ্ধ কাজ। কথা হয় তরুণ লেখক শাহাদাত সাইদের সাথে। নারীকে কেন্দ্র করে লিখেছেন উপন্যাস ‘নীল সমুদ্রের শঙ্খধ্বনি’। এবারই প্রথম তার বই প্রকাশিত হয়েছে। ‘শেষ উপহার’ নিয়ে এবারের বইমেলায় হাজির হয়েছেন লেখিকা মাহমুদা শিরিন। পঞ্চম বই প্রকাশিত হয়েছে তার। ‘এডভেঞ্চার লালবাগ কেল্লা’ নিয়ে এসেছেন মো. শাহাদাত হোসেন। লালবাগ কেল্লার মজার মজার কৌতুহলী ঘটনাকে একত্রে এনে তিনি নতুন সমন্ময় ঘটিয়েছেন। https://youtu.be/nE7mml7yoe0 /সিএইচ Comments SHARES একুশে বইমেলা বিষয়: