কলকাতায় আজ শুরু হচ্ছে ফটোগ্রাফির মহা উৎসব নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯ ইমারান হোসাইন, বিশেষ প্রতিবেদক: কলকাতা ইন্টারন্যাশনাল ফটোগ্রাফি ফেস্টিভ্যাল ২০১৯ শুরু হবে আজ বৃহস্পতিবার। ভারতের পাশাপাশি এই উৎসবে অংশ নেবে বাংলাদেশ, আমেরিকা, বেলজিয়াম, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড, নেপাল, চীন, জার্মানি, ইতালি, সুইডেন সহ প্রভৃতি দেশ। উৎসব চলবে ৬ই মার্চ পর্যন্ত। উৎসব উপলক্ষে ভারতীয় জাদুঘরে সংবাদ সম্মেলনে সার্বিক প্রস্তুতি তুলে ধরে আয়োজকরা জানান, প্রদর্শনী অনুষ্ঠিত হবে ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় যাদুঘর, মায়া আর্টস স্পেস, আইসিসিআর কলকাতা, কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি, গগনেন্দ্র প্রদর্শশালায় সহ মোট দশটি ভেন্যূতে। এ ছাড়া ফটোগ্রাফির ওপর আলোচনাচক্রও থাকবে যেখানে অংশ নিবেন ভারতের বিখ্যাত ফটোগ্রাফার রঘু রায়, বাংলাদেশর আবীর আব্দুল্লাহ, জেএমবি আকাশ, কেউএম আসাদ সহ আরো অনেকেই। তারা আরো জানান, সারা দুনিয়ার সেরা স্থিরচিত্রকারদের ছবি দিয়ে সাজানো এ-উৎসবে থাকবে ৪০টি দেশের ২৫০ জনের তোলা দেড় হাজারেরও বেশী ছবি। উল্লেখ একুশ নিউজ ২৪ ডটকম এর ফটোসাংবাদিক ইমরান হোসাইনের ছবিও প্রদর্শিত হবে অত্র উৎসবে, তিনি কল ফর এন্ট্রির ডিজিটাল ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছেন। আগামী ১লা মার্চ (ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচার রিলেশনস) আইসিসিআর মিলনায়তনে অংশগ্রহণকারীদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হবে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: