শেখ সুমাইয়া সুলতানার ‘কিছু বলতে চাই’ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯ নাফিজ আলম চয়ন, নিজস্ব প্রতিবেদক: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে কবি শেখ সুমাইয়া সুলতানার বাণী কাব্যগ্রন্থ ‘কিছু বলতে চাই’। বইটি প্রকাশ করেছে বাবুই প্রকাশনী। মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে বাবুই প্রকাশনীর ৪৬২ স্টলে পাওয়া যাচ্ছে বইটি। দৃষ্টিনন্দন কভারে বইটির প্রচ্ছদ করেছেন সুলাইমান সাদী। ৪ ফর্মার এ বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। শেখ সুমাইয়া সুলতানা জানান, বইমেলায় এটি তার দ্বিতীয় একক গ্রন্থ। এর আগে ২০১৮ সালে তার প্রথম কবিতার বই শাসরুদ্ধ কারাগার প্রকাশ হয়েছিলো। শাসরুদ্ধ কারাগারের সফলতা অনিচ্ছা সত্তেও দ্রুত সময়ে ‘কিছু বলতে চাই’ প্রকাশের ক্ষেত্রে সাহস যুগিয়েছে বলে জানিয়েছেন শেখ সুমাইয়া। বইটিতে মণীষিদের বাণীর মতো করে পরিবার, পরিবেশ, সমাজ, রাষ্ট্র, রাজনীতি, ধর্ম, সাহিত্য-সংস্কৃতি ও অন্যান্য বিষয়ে নিজের ভাবনাগুলো তুলে ধরেছেন শেখ সুমাইয়া। /আরএ Comments SHARES একুশে বইমেলা বিষয়: