বইমেলায় আবিদ আল আহসানের ‘কেউ আছে কেউ নেই’

প্রকাশিত: ৭:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৫, ২০১৯

মারুফ মুনির, বিশেষ প্রতিবেদক: ‘ভাইয়া একটা কথা ছিলো’ ফাইজার ডাকে পেছনে তাকাতেই হয়। ওর দিকে তাকিয়ে এমন ভাব করি যেন ও এসেছে আমি মাত্রই টের পেয়েছি।
‘কি বলবে বলো’ সৌজন্যসূচক হাসি।
মনে হচ্ছে ফাইজা এদিক ওদিক তাকিয়ে কি যেন খুঁজছে। তারপর এক পা দু’পা করে সামনে এসে বলে ‘ভাইয়া, আজ দুপুরেও স্বপ্নটা দেখেছি’
: কোন স্বপ্নটা যেন?
: ওই যে বলেছিলাম স্বপ্নের মধ্যে কেউ একজন এসে আমাকে নিচের দিকে টেনে নিয়ে যায়।

এটুকু সমসাময়িকদের মধ্যে জনপ্রিয় তরুণ কবিও ছড়াকার আবিদ আল আহসানের উপন্যাস ‘কেউ আছে কেউ নেই’ এর সংলাপ। এটি তার প্রথম উপন্যাস। এর আগে কবিতা ও গল্পের বই এসেছিলো বিগত বইমেলায়। এবারই প্রথম উপন্যাস আনলেন তিনি।

বইটি আগামী  ১২ ফেব্র্রুয়ারি  থেকে বইমেলায় বাবুই প্রকাশনীর ৪৬২ নং স্টলে পাওয়া যাবে। বইটির প্রচ্ছদ করেছেন, ওয়ালিউল ইসলাম। নামলিপি করেছেন, আল মামুন। বইটির মুদ্রিত মূল্য ২০০ টাকা। বইমেলায় বিশেষ ছাড়ে বইটির মূল্য ১৫০ টাকা।

/আরএ

Comments