কাশ্মীরের স্বাধীনতাকামী নেতাকে কারাগারে পাঠালো ভারত

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৯

ডেস্ক: কাশ্মীরের স্বাধীনতাকামী এক নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে ভারত। জননিরাপত্তা আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়।

প্রচলিত এ আইন অনুযায়ী, তাকে কোনো ধরনের বিচার ছাড়াই সর্বোচ্চ ২ বছর পর্যন্ত আটকে রাখা যাবে। খবর আল-জাজিরার।

আটক ওই স্বাধীনতাপন্থী নেতার নাম ইয়াসিন মালিক। তিনি জম্মু ও কাশ্মীর লিবারেশন ফ্রন্ট বা জেকেএলএফ-এর প্রধান। গ্রেফতারের পর তাকে কোট বালওয়াল জেলে পাঠানো হয়েছে। এটি জম্মু শহরে অবস্থিত। জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় আরো ১৬০ স্বাধীনতাকামীর সঙ্গে তাকেও একটি থানায় এতদিন আটকে রাখা হয়েছিলো।

কাশ্মীরের পুলওয়ামাতে জঙ্গি হামলায় কমপক্ষে ৪০ ভারতীয় আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হওয়ার প্রেক্ষিতেই ব্যাপক এই ধরপাকর শুরু করে দেশটির নিরাপত্তাকর্মীরা। ইতিমধ্যে নিষিদ্ধ করা হয়েছে জামায়াতে ইসলামি। গ্রেফতার করা হয়েছে এর কমপক্ষে ৩০০ সদস্যকে।

আল-জাজিরাকে শীর্ষ এক জেকেএলএফ নেতা বলেন, এ সরকার দমনপীড়নের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। কেউ কথা বললেই তাকে গ্রেফতার করা হচ্ছে।

/আরএ

Comments