নিউজিল্যান্ডে নিষিদ্ধ হতে চলেছে আধা স্বয়ংক্রিয় অস্ত্র

প্রকাশিত: ৯:০৬ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯

একুশ ডেস্ক: নিউজিল্যান্ডে নিষিদ্ধ হতে চলেছে আধা-স্বয়ংক্রিয় অস্ত্র। দেশটির অ্যাটর্নি জেনারেল ড্যাভিড পারকার এ কথা জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।

শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদ ও লিনউড মসজিদে সন্ত্রাসীদের হামলায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অর্ধশতাধিক।

নুর মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি প্রচার করেছে এক হামলাকারী। তাতে দেখা যায়, হামলাকারী একটি আধা-স্বয়ংক্রিয় বন্দুক ব্যবহার করছে। ওই হামলাকারীরে গ্রেফতার করেছে নিউজিল্যান্ড পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে অস্ত্র আইন সংশোধন করতে মন্ত্রিসভা ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছিলেন জানিয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন।

সোমবার মন্ত্রিসভার বৈঠকে দেশটির অস্ত্র আইনে পরিবর্তন আনাসহ জঙ্গী নজরদারির তালিকা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ইস্যু নিয়ে আলোচনা হয়। তবে অস্ত্র আইনে কী ধরনের পরিবর্তন আনা হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কোন প্রস্তাব দেননি মন্ত্রীরা।

ওই বৈঠক শেষে প্রধানমন্ত্রী আরডার্ন সাংবাদিকদের এসব কথা জানান। অস্ত্র আইনে পরিবর্তন বিষয়টিকে সমর্থন করেছে পুলিশ এ্যাসোসিয়েশনও।
সূত্র:বিবিসি ও গার্ডিয়ানের।

এফএফ

Comments