ক্রাইস্টার্চ হামলা জাসিন্ডা আর্ডানকে নোবেল পুরস্কার দেওয়ার দাবিতে দুটি নিবন্ধন পিটিশন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০১৯ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন আন্তর্জাতিক ডেস্ক: ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের আলোচিত শান্তির ভূমিকার জন্য তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে দুটি পিটিশনের উদ্যোগ নেওয়া হয়েছে। এরমধ্যে Change.org ওয়েবসাইটের পক্ষ থেকে চার দিন আগে একপি পিটিশন শুরু হয়।। চার দিনে এই পিটিশনে ৩ হাজারের বেশি স্বাক্ষর নিবন্ধিত হয়েছে। ফরাসি ওয়েবসাইট AVAAZ.org এর পক্ষ থেকে করা অপর পিটিশনে নিবন্ধিত হয়েছে এক হাজারের বেশি স্বাক্ষর। খবর নিউজিল্যান্ড হেরাল্ডের। ফরাসি ওয়েবসাইটটির পিটিশনে বলা হয়েছে, ‘ক্রাইস্টচার্চের মসজিদের ওই মর্মান্তিক ঘটনার পর নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের যথোচিত, খোলামেলা ও শান্তিপূর্ণ সাড়ার জন্য আমরা তাকে আসন্ন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী হিসেবে দেখতে চাই’। গত ১৫ মার্চ জুমার নামাজের দুটি মসজিদের হামলার ঘটনায় ৫০ জন নিহত হয়। এ ঘটনার পর তৎক্ষণাৎ নিহতদের পরিবারের প্রতিবেদনা সমবেদনা জানান প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন। তিনি শোকাহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন। তাদের প্রতি যথেষ্ট আন্তরিকতা দেখান। এ সময় মাথায় ওড়না জড়িয়ে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানান। তিনি ঘোষণা দেন, ওই সন্ত্রাসীর নাম তিনি কোনো দিন মুখে উচ্চারণ করবেন না। পার্লামেন্টে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পার্লামেন্টের কার্যক্রম শুরু করেন। এমনকি গতকাল শুক্রবার নিজে মসজিদে উপস্থিত হয়ে সহমর্মিতা প্রকাশ করেন। এছাড়াও গতকাল শুক্রবার দেশটির রেডিও টেলিভিশনে জুমার নামাজের আজান প্রচার করা হয়। এসবই হয় প্রধানমন্ত্রী জাসিন্ডা অর্ডানের প্রকাশ ঘোষণায়। শুধু তা-ই নয়, জাসিন্ডা আর্ডান দেশটির অস্ত্র আইন সংশোধনের উদ্যোগ নিয়েছেন। এরইমধ্যে সেমি মিলিটারি অটোমেটিক সব অস্ত্র নিষিদ্ধ করারও ঘোষণা দিয়েছেন তিনি। তার এসব ভূমিকা বিশ্বব্যাপী ব্যাপক প্রশংসিত হয়। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: