২ হাজার গাড়িসহ জাহাজ ডুবে গেলো আটলান্টিকে

প্রকাশিত: ৮:৫০ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯

একুশ ডেস্ক: ইতালির একটি পণ্যবাহী জাহাজ ৩৬টি পোর্শেসহ দুই হাজার গাড়ি নিয়ে ব্রাজিলে যাওয়ার পথে আগুন লেগে ডুবে গেছে।

বুধবার ( ২০ মার্চ) যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, আটলান্টিক মহাসাগরের ফ্রান্স সংলগ্ন উপকূলে এই জাহাজডুবির ঘটনা ঘটে।

জাহাজটিতে থাকা ২৭ ক্রু সদস্যদের সবাইকে জীবিত উদ্ধার করে ব্রিটিশ সেনাবাহিনী। এদিকে যতদ্রুত সম্ভব সাগরের পানি থেকে তেল পরিষ্কারের কাজ শুরু করে ফরাসি কর্তৃপক্ষ।

গত ১২ মার্চ ফ্রান্সের ব্রেস্ট শহর থেকে প্রায় ১৫০ নটিক্যাল মাইল দক্ষিণপশ্চিমে সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট গভীর একটি জায়গায় জাহাজটি ডুবে যায়।জার্মান অটোমেকার পোর্শে মঙ্গলবার নিশ্চিত করে যে ডুবে যাওয়া জাহাজটিতে 911 জিটি2 আরএস’র চারটি মডেলের গাড়ি ছিল।

গাড়ি সংক্রান্ত ওয়েবসাইট কারসকুপসের মতে, গত ফেব্রুয়ারিতে এই বিশেষ মডেলের গাড়ির নির্মাণ বন্ধ হয়ে গেছে। কিন্তু জাহাজডুবির ক্ষতিপূরণ হিসেবে আরও কিছু এই মডেলের গাড়ি নির্মাণ করবে পোর্শে। প্রতি গাড়ির রিটেইল প্রাইস প্রায় দুই লাখ ৯৩ হাজার ২০০ ডলার।

ব্রাজিলিয়ান ক্রেতাদেরকে লেখা একটি চিঠিতে পোর্শে জানায়, বিশেষ করে তাদের জন্য আবারও এই মডেলের গাড়ি নির্মাণ করবে জার্মানির স্টুটগার্ট শহরভিত্তিক কোম্পানিটি।

কোম্পানিটি লিখেছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি ইতালির গ্রিম্যাল্ডি গ্রুপের যে জাহাজটিতে আপনাদের যানবাহনগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, সেটি ডুবে গেছে। আর এই কারণে আপনাদের জিটি2 আরএস গাড়িগুলো পৌঁছায়নি।

Comments