ইসরাইলের সাধারণ নির্বাচনে জয়লাভ, ফের ক্ষমতায় নেতানিয়াহু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, এপ্রিল ১০, ২০১৯ ছবি: আলজাজিরা আন্তার্জাতিক: ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট গণনাও প্রায় শেষ। মধ্যরাত পর্যন্ত প্রাপ্ত ফলাফল অনুযায়ী আবারো সরকার গঠনের পথে নেতানিয়াহু। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে এমনটাই জানা যাচ্ছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী ফলাফলের পূর্বাভাস বলেছিলো, বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুড পার্টি ও সেন্ট্রিস্ট ব্লু এবং হোয়াইট অ্যালায়েন্স প্রত্যেকে ৩৫টি করে আসন পেতে পারে। অধিকাংশ ভোট গণনা পর এমনটাই ধারণা করা হচ্ছিলো। গণনা শেষে নিশ্চিত হওয়া গেছে নেতানিয়াহুই ফের ইসরায়েলের প্রধানমন্ত্রী হচ্ছেন। ইসরায়েল পুনরায় সরকার গঠনের পথে শক্তিশালী অবস্থানে রয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। আবারো দেশটিতে নেতানিয়াহুর নেতৃত্বে ডানপন্থীদের জোটের সরকার গঠনের করবে; সর্বশেষ দেশটির বিভিন্ন গণমাধ্যম সূত্রে এমন সংবাদ দিয়েছে আল জাজিরা। উল্লেখ্য, ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর নেতানিয়াহুই দেশটির প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: