ভারত-পাকিস্তানকে ধৈর্য ধরার আহবান ইরানের নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৯:৪৫ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০১৯ একুশে ডেস্ক: ভারত ও পাকিস্তানকে পরস্পরের প্রতি সহিষ্ণুতা প্রদর্শন এবং শান্তিপূর্ণ উপায়ে উত্তেজনা নিরসনের আহ্বান জানিয়েছে ইরান। ভারত পাকিস্তানের অভ্যন্তরে কথিত একটি জঙ্গি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালানোর পর তেহরান এ আহ্বান জানায়। খবর পার্সটুডের। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি মঙ্গলবার গণমাধ্যমটিকে দেয়া এক সাক্ষাৎকারে এ সম্পর্কে বলেছেন, ভারত ও পাকিস্তানকে ধৈর্য ধরার এবং উত্তেজনা নিরসনে আরো বেশি প্রচেষ্টা চালানোর আহ্বান জানাচ্ছে তেহরান। একইসঙ্গে দেশ দু’টি যেন সংলাপের মাধ্যমে নিজেদের মধ্যকার মতপার্থক্য নিরসনের চেষ্টা করে। কাসেমি বলেন, সন্ত্রাসবাদের অন্যতম প্রধান শিকার হিসেবে ইরান মনে করে, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে যুদ্ধ করার একমাত্র উপায় হচ্ছে কোনো বৈষম্য ছাড়া বিশ্বের সব দেশের মধ্যে সার্বিক সহযোগিতা শক্তিশালী করা। ভারত গতকাল (মঙ্গলবার) পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের বালাকোটের কাছে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী জৈশের একটি প্রশিক্ষণ শিবিরে বিমান হামলা চালিয়ে কয়েকশ সন্ত্রাসীকে হত্যা করার দাবি করে। তবে পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল গফুর নয়াদিল্লির ওই দাবি প্রত্যাখ্যান করে বলেন, ভারতের জঙ্গিবিমান পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে সেদেশে অনুপ্রবেশ করলেও পাকিস্তানি বিমান বাহিনীর তাড়া খেয়ে সেগুলো ভারতে ফিরে যায়। পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘনের ‘বিস্ময়কর’ জবাব দেয়ারও প্রত্যয় ব্যক্ত করেছেন ওই মুখপাত্র। /এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: