এটা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন: সাংসদ আব্বাস ইসমাইলি

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

একুশ ডেস্ক: মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ মুখপাত্র রবার্ট পালাদিনো সম্প্রতি ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্‌দ আশ-শাবি সম্পর্কে যে মন্তব্য করেছেন তার নিন্দা ও সমালোচনা করে ইরাকের সংসদ সদস্য আব্বাস আল-ইসমাইলি বলেছেন, মার্কিন কর্মকর্তাদের এ ধরনের মন্তব্য ইরাকের জন্য ক্ষতিকর ও সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল।

পালাদিনো হাশ্‌দ আশ-শবিকে সাম্প্রদায়িক সশস্ত্র গোষ্ঠী উল্লেখ করে এ শক্তিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।

জবাবে ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ইসমাইলি বলেন, দেশের নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে হাশ্‌দ আশ-শাবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সংগঠন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করতে বড় ভূমিকা রেখেছে। সেই সংগঠনের বিরুদ্ধে কোনো রকমের আক্রমণ ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন ও দেশের নিরাপত্তা ব্যবস্থার ওপর চরম হস্তক্ষেপের শামিল বলে মন্তব্য করেন ইসমাইলি।

তিনি আরো বলেন, হাশ্‌দ আশ-শাবির কোনো কোনো অংশকে কালো তালিকাভুক্ত করে ওয়াশিংটন এ সংগঠনকে ভেঙে দেয়ার চেষ্টা করছে।

কিন্তু হাশ্‌দ আশ-শাবি এসব চাপকে গণ্য করবে না এবং আমেরিকাকে ইরাকের নিরাপত্তাদাতা হিসেবে মেনে নেবে না।’

ইসমাইলি ইরাকে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ম্যাথু টুয়েলারকে তলব করার জন্য বাগদাদ সরকার ও ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান। সূত্র: পার্সটুডে।

এফএফ

Comments