সিরিয়ায় ভবন ধ্বস শিশুসহ নিহত ১১ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০১৯ আন্তর্জাতিক: সিরিয়ার আলেপ্পো শহরে যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবন ধসে চারটি শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন। আলেপ্পোর সালাহেদ্দিন এলাকার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম, খবর বিবিসির। ধসে পড়া ভবনটির শুধু একটি শিশু রক্ষা পেয়েছে। সালাহেদ্দিন এলাকাটি বিদ্রোহীদের দখলে থাকাকালে এখানে ব্যাপক বোমাবর্ষণ করেছিল সিরিয়া ও রাশিয়া। বিদ্রোহীরা চলে যাওয়ার পর এলাকাটির নিয়ন্ত্রণ নেয় সিরিয়ার সরকারি বাহিনী। গৃহযুদ্ধ প্রায় শেষ হলেও পুনর্নির্মাণ এখনো তেমনভাবে শুরু না হওয়ায় সিরিয়ার লোকজন যুদ্ধে ক্ষতিগ্রস্ত ভবনগুলোতেই বসবাস করতে বাধ্য হচ্ছে। সিরিয়ার কর্তৃপক্ষগুলো এ পর্যন্ত প্রাথমিক অবকাঠামোগুলো সংস্কারেই বেশি মনযোগ দিয়েছে। সালাহেদ্দিন এলাকার আরও বেশ কয়েকটি ভবন ধসে পড়ার মুখে রয়েছে বলে খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। যুদ্ধে আলেপ্পোর ৩৫ হাজারেরও বেশি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ২০১৭ সালে জাতিসংঘের কৃত্রিম উপগ্রহের মাধ্যমে পাওয়া তথ্যে জানা গিয়েছিল। /আইকে Comments SHARES আন্তর্জাতিক বিষয়: