ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হচ্ছে রাশিয়া নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৯ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন একুশ নিউজ: রাশিয়া ভয়াবহ সাইবার হামলা ঠেকাতে সক্ষম কিনা তা পরীক্ষা করতে সাময়িকভাবে দেশটিকে আন্তর্জাতিক ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন করে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইক জানায়, রাশিয়ার সাইবার প্রতিরক্ষা নিশ্চিত করতে এই পরীক্ষা চালানো হবে। বিদেশি হামলার ঘটনা ঘটলেও রুশ ইন্টারনেট ব্যবস্থা সচল থাকতে পারবে কিনা সেটা দেখাই কর্তৃপক্ষের উদ্দেশ্য। বহির্বিশ্বের সঙ্গে ডেটা আদান-প্রদান ছাড়াই রাশিয়ার আভ্যন্তরীণ ইন্টারনেট কাজ করে যাবে সেটাই নিশ্চিত করতে চাইছে রুশ কর্মকর্তারা। এটি করতে রুশ টেলিকম কোম্পানিগুলোকে সব ইন্টারনেট ডেটা রুশ টেলিকম কর্তৃপক্ষের অনুমোদিত রাউটারের মাধ্যমে পাঠাতে হবে। ঠিক কবে থেকে এই পরীক্ষা শুরু হবে তা নিশ্চিত হওয়া যায়নি, কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন আগামী কয়েক মাসের মধ্যেই এই পরীক্ষা শুরু হবে। একই সঙ্গে একটি নতুন খসড়া আইনের আওতায় নতুন ডোমেইন নেম সিস্টেম বা ডিএনএস তৈরিরও উদ্যোগ নিয়েছে রাশিয়া। এটি হলে আন্তর্জাতিক সার্ভারগুলোর সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও সচল থাকবে রাশিয়ার ইন্টারনেট। নতুন আইনে বলা হয়েছে, বিদেশি হামলার ফলে রাশিয়া ওয়েব থেকে বিচ্ছিন্ন হয়ে গেলেও দেশটির ইন্টারনেট নির্বিঘ্নে চলবে সেটা নিশ্চিত করতে হবে ইন্টারনেট সেবাদাতারা। অন্য অনেক দেশের মতো রাশিয়ার ইন্টারনেটের প্রবেশের ব্যবস্থা রয়েছে যুক্তরাষ্ট্রের ‘এক্সচেঞ্জ পয়েন্টের’ মধ্যে ভিতর দিয়ে। কিন্তু প্রস্তাবিত আইনের কারনে, রাশিয়ার টেলিকম ফার্মগুলোকে তাদের ইন্টারনেট ডেটা নিজস্ব এক্সচেঞ্জ পয়েন্টের ভিতর দিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। উল্লেখ্য, চীন তাদের অভ্যন্তরীণ ইন্টারনেটেও একই কৌশল ব্যবহার করে দেশটির তথ্যপ্রবাহ নিয়ন্ত্রণ করে। এভাবে তারা ইচ্ছামতো ইন্টারনেটে সেন্সরশিপও করতে পারে। রুশ সরকার সাইবার হামলা ঠেকানোর জটিল কৌশল নির্ধারণে বেশ কয়েকবছর ধরে কাজ করছে। ২০১৭ সালে তারা জানিয়েছিল ২০২০ সালের মধ্যে তাদের ৯৫ শতাংশ ডেটা স্থানীয় রাউটারের মাধ্যমে চলাচলের ব্যবস্থা করা হবে। ন্যাটো দেশগুলো সম্প্রতি বলেছে, তারা রাশিয়ার সাইবার হামলার কঠোর জবাব দেয়ার পরিকল্পনা করছে। গত পাঁচ বছরে রাশিয়ার বিরুদ্ধে কয়েক ডজন সাইবার হামলার অভিযোগ করা হয়েছে। ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময় সাইবার হামলা চালানোর অভিযোগও রয়েছে দেশটির বিরুদ্ধে। ব্রিটিশ পত্রিকা দ্য সান জানায়, গত সপ্তাহে জানা গেছে, রুশ ও চীনা সাইবার অপরাধীরা একটি মেসেজিং অ্যাপ প্রতারণার মাধ্যমে ব্রিটিশ রাজনীতিবিদদের ফোন ও ইমেইল একাউন্টকে টার্গেট করছে। /আইকে Comments SHARES আন্তর্জাতিক বিষয়: