ব্রাজিলে বাঁধ ধসে নিহত ৯ নিখোঁজ তিন শতাধিক নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে একটি বাঁধ ৯ জন নিহত হয়েছে এবং তিন শতাধিক লোক নিখোঁজ হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। শুক্রবার স্থানীয় সময় দুপুরের দিকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি লোহার খনিতে এ ঘটনা ঘটে। বিবিসি বলছে, বাঁধের ক্যাফেটিরিয়ায় শ্রমিকরা যখন লাঞ্চ করছিল তখন সেটি ধসে যায় এবং কাদার স্রোতে লোকজন চাপা পড়ে। তবে বাঁধটি কেন ধসে পড়লো তা জানা যায়নি বলে উল্লেখ করা হয়েছে। মিনাস গেরাইস রাজ্যের ব্রুমাদিনহো শহরের ওই ঘটনায় উদ্ধারকর্মীরা আর্থ-মুভিং যন্ত্র ব্যবহার করে উদ্ধার অভিযান চালাচ্ছে। রাজ্যের গভর্নর রোমেও জেমা বলেছেন, নিখোঁজদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ইতোমধ্যে নয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। লৌহ খনিটি নিয়ন্ত্রণ করে ব্রাজিলের সবচেয়ে বড় কোম্পানি ভ্যালে। তবে বাঁধটি কীভাবে ধসে পড়লো তা স্পষ্ট নয় বলে জানিয়েছে বিবিসি। প্রসঙ্গত, তিন বছর আগে এই রাজ্যেরই মারিয়ানায় আরেকটি বাঁধ ধসে ১৯ জনের মৃত্যু হয়। যাকে আজ পর্যন্ত দেশটির সবচেয়ে ভয়াবহ পরিবেশ বিপর্যয় হিসেবে গণ্য করা হয়। /আইকে Comments SHARES আন্তর্জাতিক বিষয়: