হ্যানয়ে বৈঠকে বসছেন ট্রাম্প কিম নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০১৯ একুশ নিউজ: উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকে বসার ঘোষণা আগেই দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভিয়েতনামের কোথায় এ বৈঠক হবে তা জানান নি। শনিবার এক টুইটে বৈঠকের স্থান নিশ্চিত করেছেন ট্রাম্প। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে বৈঠকে বসবেন এ দুই ক্ষমতাধর নেতা। ২৭-২৮ ফেব্রুয়ারি এ বৈঠক অনুষ্ঠিত হবে। খবর বিবিসির বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে পিয়ংইয়ং-এ যান যুক্তরাষ্ট্রের প্রতিনিধি স্টিফেন বাইগেন। তিনি সেখানে তিন দিন অবস্থান করে বৈঠকের বিষয়ে কথা বলেন। এর আগে, গত ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে বৈঠকে দীর্ঘদিনের বৈরী দু’দেশ যৌথভাবে কোরিয়া উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার অঙ্গীকার করে। তবে উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা উল্লেখ না করায় দু’দেশের মধ্যে এখনও দর কষাকষি চলছে। /আইকে Comments SHARES আন্তর্জাতিক বিষয়: