যারা পাকিস্তান সেনাদের বদনাম করেন তারা না জেনে করেন: ভারতীয় পাইলট অভি নন্দন নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৫০ অপরাহ্ণ, মার্চ ১, ২০১৯ ডেস্ক: পাকিস্তানের আকাশসীমায় ঢোকায় দুই ভারতীয় বিমান ভূপাতিত করার দাবি করছে পাকিস্তান। এসময় ভারতীয় পাইলট উইং কমান্ডার অভি নন্দনকে আটক করে পাকিস্তান সেনারা। নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার স্থানীয় সময় ৫টায় শুক্রবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে পাকিস্তানের ওয়াগাহ সীমান্ত দিয়ে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের কাছে তাকে হস্তান্তর করা হয়। দেশে ফিরে সংবাদমাধ্যমে ভারতীয় বিমানবাহিনীর উইং কমান্ডার অভি নন্দন বলেন, আমরা দুই প্রতিবেশী শত্রু রাষ্ট্র হলেও পাকিস্তান আর্মি আমাকে আটকের পর চিকিৎসা দিয়েছে। সম্মান করেছে। পাক সেনারা খুবই ভদ্রলোক। আমি মনে করি পাকিস্তান আর্মি থেকে আমাদের ব্যবহার শেখার আছে। অভিনন্দন আরো বলেন, যারা পাকিস্তান সেনাদের বদনাম করেন তারা না জেনে করেন। এ বিষয়ে পাকিস্তান সেনাদের এক সিনিয়র অফিসার বলেন, শত্রুদের প্রতি সদয় হওয়া, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা আল্লাহর রাসূলের নির্দেশ। পাকিস্তানের মুসলমান রাসূল সা. এর নির্দেশ পালন করছে মাত্র। ১৪ ফেব্রুয়ারি ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী গাড়িবোমা বিস্ফোরণে ভারতের ৪০ জনেরও বেশি জওয়ান নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ এই হামলার দায় স্বীকার করে। এরপরই প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তজনা ছড়িয়ে পড়ে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: