বিধ্বস্ত ভারতীয় হেলিকপ্টার; নিহত বিমানবাহিনীর ৬ কর্মকর্তা নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের হামলায় ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে বিমান বাহিনীর ৬ কর্মকর্তা নিহতের খবর পাওয়া গেছে। বিমান বাহিনীর ৬ কর্মকর্তাসহ নিহত হয়েছে আরও এক বেসামরিক নাগরিক। ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভি বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। রাশিয়ার তৈরি ভারতীয় বিমানবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় বুধবার আনুমানিক সকাল ১০টায় কাশ্মীরের বুদগ্রামের গারেন্দ কালান গ্রামের নিকটে খোলা একটি মাঠে । হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনার বেশ কিছু ভিডিও থেকে দেখা যাচ্ছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য। বিধ্বস্ত হেলিকপ্টারটি থেকে দু’টি লাশ পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোরে ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে হামলা চালালে দুই দেশের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সরকারের পক্ষ থেকে পাল্টা প্রতিরোধের ঘোষণা আসার পরপর এমন হামলা চালায় পাকিস্তানের বিমানবাহিনী। অবশ্য পাকিস্তান বলছে, ভারতের দুটি বিমান পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়লে তারা সেগুলো ভূপাতিত করে। /এফএফ/আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: