ভারতের অর্থমন্ত্রীর প্রথম বাজেট নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৯ নিউজ ডেস্ক ভারতের পূর্ণ মেয়াদের প্রথম নারী অর্থমন্ত্রী হিসেবে সংসদে বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের প্রথম কেন্দ্রীয় বাজেট এটি। প্রথা ভেঙ্গে এবার ব্রিফকেস ছাড়াই সংসদে লাল ফাইলে বহী খাতা নিয়ে আসেন নির্মলা। সকাল ১১টায় বাজেট পেশ শুরু করেন অর্থমন্ত্রী। বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, এ বছরই তিন লাখ কোটি ডলার অর্থনীতির দেশ হবে ভারত। ঘোষণা করেন, ২০২২ সালের মধ্যে দেশের প্রত্যেক বাড়িতে পৌঁছে যাবে বিদ্যুৎ ও দূষণমুক্ত জ্বালানি। বাজেটে করমুক্ত আয়ের সীমা ৫ লাখ রুপি অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি লিটার পেট্রল ও ডিজেলে আবগারি শুল্ক বাড়ানো হয়েছে ১ রুপি। কোন প্রতিষ্ঠানের বার্ষিক লেনদেন ৪০০ কোটির বেশি হলে, করপোরেট করের হার ২৫ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়া হয়। মেট্রো রেলের প্রসারে পিপিপির মাধ্যমে প্রকল্প নেয়ার প্রস্তাব করেন অর্থমন্ত্রী নির্মলা। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: