পাকিস্তান শান্তির আকাঙ্ক্ষায় ভারতীয় পাইলটকে ছেড়ে দেবে: ইমরান খান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১২:২৫ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান জানিয়েছেন, পাকিস্তানে তাদের হাতে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলটকে আগামীকাল (শুক্রবার) ছেড়ে দেয়া হবে।তিনি বলেন, বিতর্কিত কাশ্মীর প্রশ্নে উত্তেজনার পটভূমিতে দু’পক্ষের মধ্যে শান্তির আকাঙ্ক্ষায় ঐ পাইলটকে মুক্তি দেয়া হচ্ছে। পাকিস্তানী সংসদের এক যৌথ অধিবেশনে ভাষণ দেয়ার সময় তিনি এই ঘোষণা করেন। ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানের মিগ-২১ জেট বিমানটি পাকিস্তান গতকাল (বুধবার) গুলি করে ভূপাতিত করে এবং তাকে আটক করে। এর আগে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ্ মেহ্মুদ কুরেশি ইঙ্গিত করেছিলেন যে, ভারতীয় পাইলটের মুক্তির প্রশ্নে তারা আলোচনা করতে প্রস্তুত। উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানকে মুক্তি দেওয়ার যে ঘোষণাকে স্বাগত জানিয়েছে ভারতীয় বিমান বাহিনী। তারা জানিয়েছে, বাহিনী এখন অপেক্ষা করছে উইং কমান্ডারের ফিরে আসার। আভিনন্দন ভার্থামানকে মুক্তি দেয়ার ঘোষণায় ভারতের গণমাধ্যমের একাংশে বলা হচ্ছে যে এটা নরেন্দ্র মোদীর কড়া ভূমিকার জন্যই সম্ভব হয়েছে। কারণ ভারত মোদি ভার্থামানের মুক্তি নিয়ে কোনো আলোচনা করতে চায় নি, নিঃশর্ত মুক্তি চেয়েছিলো। সেটাই দিতে বাধ্য হয়েছে পাকিস্তান। এটাকে মোদির কূটনৈতিক সাফল্য বলেও বর্ণনা করা হচ্ছে গণমাধ্যমের একাংশে। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকেও অনেকে অভিনন্দন জানাচ্ছেন, যেভাবে শান্তির বার্তা দিয়ে তিনি বন্দী পাইলটকে ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন, তাকে স্বাগত জানাচ্ছেন অনেক ভারতীয়। রাজনৈতিক দলগুলিও ইমরান খানের ঘোষণাকে স্বাগত জানিয়েছে। সংসদে ভাষণ দেয়ার সময় প্রধানমন্ত্রী ইমরান খান জানান, ‘আমরা ভারতের কাছে লিখেছিলাম যেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ নিয়ে আলোচনা হয়। কিন্তু তাদের তরফ থেকে সাড়া মেলেনি। আমাদের মনে হয়েছে জবাবটি আসেনি কারণ ভারতে নির্বাচন আসছে’। আমাদের সাথে ভালো সম্পর্ক তাদের নির্বাচনী এজেন্ডায় নেই। পাকিস্তানী ভূখণ্ডে হামলার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে ভারত এরকম কিছু একটা করবে এই আশঙ্কা তাদের ছিলো। জানা যায়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবারই পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে গ্রেপ্তার হওয়া পাইলটকে ফেরত দেয়ার অনুরোধ জানায়। উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানকে আটকে কিছু সময় পরই পাকিস্তানী টেলিভিশনে তার একটি খুবই সংক্ষিপ্ত সাক্ষাৎকার প্রচার করা হয়। চুয়াল্লিশ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে চোখ বাঁধা, রক্তাক্ত অবস্থায় তিনি নিজেকে ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার আভিনন্দন বলে পরিচয় দিচ্ছেন। নিজের সার্ভিস নম্বরটিও বলেন তিনি। বিতর্কিত কাশ্মীরে উত্তেজনার পটভূমিতে উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন উইং কমান্ডার আভিনন্দন ভার্থামানের মুক্তি। তার আটক হওয়ার বিষয়টিকে ভারতের জন্য বড় ধরনের একটি বিপত্তি হিসেবে দেখা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: