রেগে গিয়ে ৪ লাখ টাকা বকশিস দিলেন ওয়েটারকে

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৯

বয়ফ্রেন্ডের ক্রেডিট কার্ড থেকে রেস্তোরাঁর ওয়েটারকে ৫ হাজার ডলার বকশিস দিয়ে গ্রেপ্তার হলেন এক নারী। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এ ঘটনা ঘটে।

সম্প্রতি বয়ফ্রেন্ডের সঙ্গে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন সেরিনা ওয়ালফি।

ওই সময় তিনি আবদার করেন, নিউ ইয়র্কের বাড়িতে যাবেন, বিমানের টিকিট কেটে দিতে হবে। কিন্তু রাজি হননি বয়ফ্রেন্ড। এই নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়।

তখনই রেস্তোরাঁর ওয়েটার বিল নিয়ে আসেন। বিল হয়েছিল ৫৫.৩৭ ডলার। বয়ফ্রেন্ডের ক্রেডিট কার্ড থেকে বিল মিটিয়ে দেন ওই তরুণী।

নির্দিষ্ট সময়ে ক্রেডিট কার্ডের বিল আসে ওই ব্যক্তির কাছে। বিল দেখে তিনি চমকে যান। সন্দেহ হওয়ায় সেরিনাকে জিজ্ঞেস করেন, রেস্তোরাঁয় কত টাকা বিল দিয়েছিলেন। সেরিনা জানান তিনি কিছুই জানেন না অতিরিক্ত বিলের বিষয়ে।

পরে ক্রেডিট কার্ড কোম্পানিকে অভিযোগ জানান। তারা তদন্তে করে দেখে, ওয়েটারকে টিপ দেওয়ার সময় অতিরিক্ত ৫ হাজার ডলার দিয়েছিলেন সেরিনা। যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার বেশি।

রেস্তোরাঁও জানিয়ে দেয়, তাদের হাতে আর কিছু নেই। টিপ বাবদ দেওয়া টাকা ওয়েটারকে দিয়ে দেওয়া হয়েছে। ফলে তা ফেরত দেওয়া রেস্তোরাঁ কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয়।

এরপর ক্রেডিট কার্ড কোম্পানির অভিযোগের ভিত্তিতে সোমবার গ্রেপ্তার হন সেরিনা। তখন স্বীকার করেন, রাগ করে লাখ টাকা বকশিস দিয়েছেন ওয়েটারকে।

Comments