হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের ভয়ে আতঙ্কিত ইসরাইল: নাসরুল্লাহ

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৯

একুশে ডেস্ক: লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলেছেন, হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধের ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে ইসরাইল। পাশাপাশি নতুন করে যুদ্ধ করার কোনো প্রস্তুতিও তেল আবিবের নেই।

হিজবুল্লাহর সহযোগী প্রতিষ্ঠান ইসলামি প্রতিরোধ সহায়তা সংস্থা ৩০তম বার্ষিকী উপলক্ষে টেলিভিশনে দেয়া ভাষণে এ সব কথা বলেন তিনি। তিনি বলেন, ইসরাইল নতুন যুদ্ধের জন্য প্রস্তুত নয় এ কথা নানাভাবে প্রতিদিনই শোনা যায়। (নিচের ভিডিওতে হিজবুল্লাহ সম্পর্কে ইসরাইলের বক্তব্য শোনা যাবে।)

আর চলতি সপ্তাহে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাড মোতায়েন করেছে ইহুদিবাদী ইসরাইল। আর এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে ইসরাইলের নিজের তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ওপর আর ভরসা করতে পারছে না তেল আবিব।

তিনি বলেন, নিজ প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইসরাইলের ব্যাপক সন্দেহ রয়েছে বলেই এটি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি তিনি ঘোষণা করেন, আমেরিকা এবং তার মিত্ররা যে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তাতে বিজয়ী হবে হিজবুল্লাহ।

২০০৬ সালের যুদ্ধে হিজবুল্লাহ পরাজিত হবে বলে তারা প্রত্যাশা করেছিল কিন্তু তাদের সে গুড়ে বালি পড়েছে একই ভাবে অর্থনৈতিক যুদ্ধেও শেষপর্যন্ত বিজয়ী হবে হিজবুল্লাহ। সূত্র: পার্সটুডে।

এফএফ

Comments