এবার হিজাব নিষিদ্ধের ঘোষণা নিউজিল্যান্ডের এক স্কুলে

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ২১, ২০১৯

একুশ ডেস্ক গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের দুটি মসজিদে বন্দুকধারীর হামলায় ৫০ জন নিহত হওয়ার পর দেশটির সরকার মুসলিম সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো সত্ত্বেও অকল্যান্ডের শীর্ষস্থানীয় স্কুলে হিজাব নিষিদ্ধ করা হয়েছে।

স্কুলের একজন শিক্ষকের বরাত দিয়ে তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড টেলিভিশনের অনলাইনে জানিয়েছে, ডায়োসেস স্কুল ফর গার্লসের অধ্যক্ষ বুধবার স্টাফদের নির্দেশ দিয়েছেন, ইসলামি হিজাব ড্রেস কোড লঙ্ঘন করে। তাই এটা পরে স্কুলে আসলে তাদের প্রবেশ করতে দেওয়া হবে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই শিক্ষক বলেন, স্কুলের কিছু শিক্ষার্থী হিজাব পরতে না পারার বিষয়ে তাদের এক সহপাঠী উদ্বেগ প্রকাশের পর এই ঘোষণা দেওয়া হলো।

প্রসঙ্গত, আগামী শুক্রবার সন্ত্রাসী হামলার এক সপ্তাহ পূরণ হবে। হামলার প্রতিবাদ, নিহতদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে শুক্রবার নিউজিল্যান্ডজুড়ে হিজাব পরবে নারীরা। দেশটির সব ধর্মের নারীরা হিজাব পরে মুসলিমদের প্রতি সংহতি জানাবে।

‘সম্প্রীতির জন্য হিজাব’ নামে কর্মসূচির আয়োজকরা জানান, গত শুক্রবারের হামলায় পুরো নিউজিল্যান্ড শোকাহত। মসজিদে হামলায় প্রাণ হারানো ৫০ জন মা, বাবা, সন্তান, সহকর্মী ও বন্ধুদের প্রতি আমরা ভালোবাসা ও সহমর্মিতা জানাতে চাই। আমরা জানাতে চাই, মুসলিমরা নিউজিল্যান্ডে একা না, আমারা তাদের পাশে সবসময় আছি।

এফএফ

Comments