আল্লাহর মেহমানদের জন্য সৌদি আরবে ‘গেস্ট’স অব গড সার্ভিস’ চালু নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৩:৫০ অপরাহ্ণ, মে ২৯, ২০১৯ ডেস্ক: ভিশন ২০৩০ এর অংশ হিসেবে ‘গেস্ট’স অব গড সার্ভিস’ চালু করেছেন সৌদি আরবের বাদশাহ সালমান। মঙ্গলবার রাতে মক্কার আল সাফা রাজপ্রাসাদে এ সেবা কর্মসূচি চালু করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেশটির উপ প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, মক্কার আমির প্রিন্স খালেদ আল ফয়সালসহ মন্ত্রী ও উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ও এ কর্মসূচি বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোহাম্মদ বেনতেন বলেন, হজ ও ওমরাহ পালনকারীদের জন্য আরও সুযোগ সুবিধা বাড়াতে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এ কর্মসূচির মোট তিনটি উদ্দেশ্য- আরও বেশি মুসল্লিকে হজ ও ওমরাহ পালনের সুযোগ দেয়া, তাদের জন্য মানসম্পন্ন সেবা নিশ্চিত করা এবং তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করা। ৩২টি সরকারি সংস্থা ও শত শথ ব্যক্তিগত সংস্থা এ কর্মসূচি বাস্তবায়নে অংশ নেবে। এর মধ্যে ১৩০টির বেশি প্রকল্প রয়েছে। সৌদি সরকারের বিভিন্ন দফতরের সুপারিশে এসব উদ্যোগ নেয়া হয়েছে। সূত্র: সৌদি গেজেট, আল-আরাবিয়া এসকে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: