হজযাত্রীদের প্রতি যে বার্তা দিলেন সৌদি বাদশাহ সালমান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৯ পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থানরত মেহমানদের প্রতি পবিত্র ও মর্যাদাপূর্ণ স্থানগুলোর বরকত হাসিল, হজের বিধিবিধান সঠিকভাবে পালনে মনোনিবেশ করা এবং সব ধরণের ধর্মীয় ও রাজনৈতিক স্লোগান দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন পবিত্র হজ হারামাইন শরিফাইনের খাদেম ও সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সংবাদমাধ্যম আল আরাবিয়্যা ডটকমের মতে, গতকাল সৌদি আরবের কাবিনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠক শেষে তুর্কি বিন আব্দুল্লাহ সাবানা বাদশার পক্ষ থেকে একটি বিবৃতি পড়ে শোনান। বিবৃতিতে বাদশাহ সালমান বলেন, রাজনৈতিক, ধর্মীয় ও সাম্প্রদায়িক স্লোগান অনুমোদিত কোন বিষয় নয়। যদি কোনো ব্যক্তি বা গোষ্ঠী হজের সময় রাজনৈতিক স্লোগান ও সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এসময় হজযাত্রীদের নিরাপত্তার প্রতি জোর দিতে স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনীকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি। এছাড়াও হজযাত্রীদের সুষ্ঠুভাবে হজ পালন ও তাদের হজ কবুলের জন্য বিশেষ দোয়া করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: বাদশাহ সালমান