ঘূর্ণিঝড় ‘ফণী’ ‘ফণী’: উড়িষ্যাজুড়ে আতঙ্ক; বিপর্যয় মোকাবেলায় কেন্দ্র থেকে কর্মী প্রেরণ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মে ২, ২০১৯ একুশ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘ফণী’ আঘাত হানার শঙ্কায় ভারতের উড়িষ্যা জুড়ে চরম আতঙ্ক বিরাজ করছে। রাজ্যের সব ক’টি জেলায় জারি করা হয়েছে সতর্কতা। আবহাওয়া পূর্বাভাস বলছে আগামীকাল (শুক্রবার) বিকাল নাগাদ এটি উড়িষ্যায় আঘাত হানতে পারে। এটি ঘণ্টায় ১৭০ কিলোমিটার বাতাসের শক্তি হাজার কিলোমিটার ব্যাসের বিস্তার নিয়ে এ ঝড় শুক্রবার দুপুর নাগাদ উড়িষ্যা উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে ৫ থেকে ৬ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস। প্রবল শক্তিধর ‘ফণী’ আতঙ্কে তীর্থ শহর পুরী সহ উড়িষ্যার আটটি জেলায় ব্যাপক সতর্কতা জারী করা হয়েছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর শত শত কর্মীকে উড়িষ্যায় পাঠানো হয়েছে। কলকাতা থেকে উড়িষ্যা হয়ে দক্ষিণ ভারত-গামী ৭০টিরও বেশি ট্রেনের সার্ভিস গতকাল থেকে বন্ধ হয়ে গেছে। নিরাপত্তার স্বার্থে পুরি এবং আশপাশের জেলাগুলো পর্যটকদের চলে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ‘ফণী’ আগামীকাল (শুক্রবার) সন্ধার দিকে বাংলাদেশের উপকুলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সরাসরি বাংলাদেশে না এসে উড়িষ্যার দিকে গতিপথ পরিবর্তন হওয়ায় বাংলাদেশের মংলা ও পায়রা বন্দর থেকে হুঁশিয়ারি সংকেত প্রত্যাহার করা হয়েছে। মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে পূর্বের জারি করা চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে সাত নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। আর চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার এর জন্য ৪ হুঁশিয়ারি সংকেত থাকবে। /আরএ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: