ফ্লোরিডা থেকে ট্রাম্পের সহযোগী রজার স্টোন আটক

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৫, ২০১৯

আন্তর্জািতক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী ও মার্কিন রাজনীতি বিশেষজ্ঞ রজার স্টোনকে আটক করেছে এফবিআই।

শুক্রবার রাষ্ট্রের ফ্লোরিডা থেকে তাকে আটক করা হয়। -খবর বিবিসির

স্টোনকে পরে ফ্লোরিডার পোর্ট লডারডেলের আদালতে হাজির করা হয়। বিবিসি জানায়, ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলারের তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। স্টোনের বিরুদ্ধে কংগ্রেসে মিথ্যা সাক্ষ্য ও তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগ আনা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হ্যাক করা ইমেইল কবে উন্মুক্ত করা হবে জানতে চেয়ে ট্রাম্প শিবিরের অজ্ঞাত এক সিনিয়র কর্মকর্তা স্টোনের সঙ্গে যোগাযোগ করেন। উইকিলিকসের তথ্য ফাঁস নিয়ে মিথ্যা তথ্য ও সাক্ষ্য দিয়েছেন তিনি।

তবে স্টোন কোনও বেআইনি কাজে জড়িত নন বলে জানিয়েছেন। তিনি বলেন, তার বিরুদ্ধে অভিযোগ আনার বিষয়ে কয়েক মাস ধরেই তিনি প্রস্তুতি নিয়েছেন।

/সিএইচ

Comments