ইস্তানবুলের মেয়র পদে পুনর্নির্বাচনে এরদোগানের প্রার্থীর ভরাডুবি

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জুন ২৪, ২০১৯

তুরস্কের ইস্তানবুলের মেয়র পদে রোববারের পুনর্নির্বাচনে বিরোধী প্রার্থী ইকরাম ইমাগুলো ৫৩ শতাংশে ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তুরস্কের প্রভাবশালী সংবাদমাধ্যম ইয়ানি শাফাক এ তথ্য দিয়েছে।

খবরে বলা হয়, ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট(একে) পার্টির মেয়রপ্রার্থী বিনালি ইলদিরিম পরাজয় মেনে নিয়ে ইকরামকে অভিনন্দন জানিয়েছেন।

বেসরকারি ফলে দেখা গেছে, রিপাবলিকান পিপলস পার্টির প্রার্থী ইকরাম ৫৩ দশমিক ৭২ শতাংশ ভোট পেয়েছেন। আর দেশটির সাবেক প্রধানমন্ত্রী এরদোগানের ঘনিষ্ঠ মিত্র বিনালি পেয়েছেন ৪৫ দশমিক ৩৭ শতাংশ ভোট।

স্থানীয় সময় সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছেন নগরীর প্রায় এক কোটি ভোটার।পুনর্নির্বাচনে ৯৬ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে। বিনালি ইলদিরিম বলেন, নির্বাচনের ফল অনুসারে এখন পর্যন্ত আমার প্রতিদ্বন্দ্বী ইকরাম এগিয়ে রয়েছেন। তাকে শুভেচ্ছা এবং সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি।

প্রসঙ্গত, গত মার্চে অনুষ্ঠিত নির্বাচনে ক্ষমতাসীন এরদোগানের দল ‘একে পার্টি’কে স্বল্প ব্যবধানে পরাজিত করেছিল বিরোধী ‘রিপাবলিকান পিপলস পার্টি’র প্রার্থী একরেম ইমামোগ্লো। তখন প্রেসিডেন্ট এরদোগান ভোটে কারচুপি হয়েছে বলে অভিযোগ আনেন এবং পুনর্নির্বাচনের দাবি করেন। এ কারণেই নির্বাচন কমিশন পুনর্নির্বাচন ঘোষণা করেছিল।

Comments