কাশ্মীরে ৩০ মিনিট ওয়াইফাই সেবা পেতে রেলস্টেশনে শিক্ষার্থীদের ভিড় নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৩৮ অপরাহ্ণ, আগস্ট ২০, ২০১৯ নিউজ ডেস্ক ভূস্বর্গ কাশ্মীরে বিশেষ মর্যাদা দেওয়া ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর থেকে বন্ধ রয়েছে ইন্টারনেটসহ সকল ধরনের মোবাইল সেবা ও অন্যান্য সংযোগ ব্যবস্থা। নিরাপত্তার কারণ দেখিয়ে গত কয়েক সপ্তাহ ধরে ইন্টারনেট ও মোবাইল পরিষেবা বন্ধ রেখেছে ভারত সরকার। এখনকার দিনে পড়াশোনার জন্য অপরিহার্য হয়ে পড়েছে ইন্টারনেট সংযোগ। সিলেবাসের ভিতরে-বাইরের যে কোনো তথ্যের জন্য ইন্টারনেট প্রয়োজন। কিন্তু কাশ্মীরে গত ৫ আগস্ট থেকেই বন্ধ ইন্টারনেট সেবা। এর ফলে পড়াশোনা নিয়ে সমস্যায় পড়েছিল জম্মু-কাশ্মীরের ছাত্ররা। উপত্যকায় ইন্টারনেট বন্ধ হলেও বেশ কিছু স্টেশনে রয়েছে রেলের বিনা মূল্যে ওয়াই-ফাই পরিষেবা। রেলস্টেশনে ৩০ মিনিট পর্যন্ত বিনা মূল্যে পরিষেবা পাওয়া সম্ভব। সেই ওয়াই-ফাই এখন সম্বল উপত্যকার ছাত্রদের। জম্মুর রেলস্টেশনের ওয়াই-ফাইকেই ব্যবহার করেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন উপত্যকার ছাত্ররা। Comments SHARES আন্তর্জাতিক বিষয়: