চট্টগ্রাম একুশে বইমেলা বাস্তবায়নে ২০১ সদস্যের কমিটি

প্রকাশিত: ১১:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০১৯

ইমরান হোসাইন, চট্টগ্রাম প্রতিবেদক: বায়ান্নের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ফেব্রুয়ারি মাসে প্রতি বছর একুশে মেলা অনুষ্ঠিত হয়।

রাজধানী ঢাকায় বাংলা একাডেমির ন্যায় চট্টগ্রামেও এ মেলা হয় প্রতিবছর। চট্টগ্রামে সংস্কৃতি চর্চার পীঠস্থান ডিসি হিল পার্কে বসে এই মেলা।

একুশ আমাদের জাতীয় চেতনার উৎস। যথাযোগ্য মর্যাদায় একুশকে স্মরণ, অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবন এবং একুশের চেতনায় প্রতিদিন পরিশুদ্ধ হওয়ার অঙ্গীকারই আমাদের তাড়িত করে চট্টগ্রামে ‘একুশ মেলা’ আয়োজনে।

একুশ মেলা ২৭ বছরে পদার্পণের গৌরবময় মাইলফলক স্পর্শ করেছে। এ উপলক্ষে নগরীর ডিসি হিল প্রাঙ্গণে ২৭ তম অমর একুশে বইমেলা আগামী ১৫-২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

চট্টগ্রামে একুশে বইমেলা উপলক্ষ্যে প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেছেন।

সোমবার নগরীর পল্টন রোডস্থ সাবেক মন্ত্রী জহুর আহমেদ চৌধুরীর বাসভবনে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সংস্কৃতিকর্মী খোরশেদ আলমের সঞ্চালনায় বইমেলার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সভায় সর্বসম্মতিক্রমে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক, প্রফেসর ড. অনুপম সেনকে প্রধান উপদেষ্টা, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরীকে চেয়ারম্যান করে ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিটকে মহাসচিব করে ২০১ সদস্যবিশিষ্ট একুশ মেলা উদযাপন পরিষদ কমিটি গঠন করা হয়।

কমিটি সদস্য হিসেবে আরো রয়েছেন, চবি উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চুয়েটের উপাচার্য প্রফেসর ড. প্রকৌশলী রফিকুল আলম, চট্টগ্রাম সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য্য প্রফেসর ড. প্রকৌশলী আলী আশরাফ, সাংবাদিক অরুণ দাশগুপ্ত, লেখক বেগম মুশতারী শফি, প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন চৌধুরী, ড. গাজী সালেহ উদ্দিন, সৈয়দ উমর ফারুক, অধ্যাপক প্রকৌশলী মৃণাল কান্তি বড়–য়া, প্রকৌশলী প্রবীর কুমার সেন, প্রফেসর ড. জাকির হোসেন প্রমুখ।

আগামী ১৫ ফেব্রুয়ারি বিকেলে ১০ দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে ২৭তম অমর একুশে বইমেলার উদ্বোধন করবেন চসিক মেয়র ও মেলা পরিষদের প্রধান পৃষ্ঠপোষক আ.জ.ম নাছির উদ্দীন।

এছাড়া প্রতিদিন বিকেলে ডিসি হিলে নজরুল মঞ্চে উদ্দীপনামূলক একুশের সাংস্কৃতিক অনুষ্ঠান ও বায়ান্নের ভাষা আন্দোলনের স্মৃতি বিজড়িত ঘটনা নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

/এসএস

Comments