শুক্রবার মুসলিম বিশ্বকে রাজপথে সমর্থনের আহ্বান হামাস প্রধানের

প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩

আগামী শুক্রবার মুসলিম বিশ্বকে রাজপথে নেমে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদ ও ফিলিস্তিনের পক্ষে সমর্থনের আহ্বান জানিয়েছেন হামাসের প্রবাস দপ্তরের প্রধান খালেদ মেশাল। বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক রেকর্ড বার্তায় তিনি এ আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে ফিলিস্তিনিদের সমর্থনে মুসলিম বিশ্বের জনগণের প্রতি আহ্বান জানিয়েছে খালেদ মেশাল বলেন, আগামী শুক্রবার অবশ্যই আরব ও মুসলিম বিশ্বের প্রধান চত্বর ও রাজপথে নেমে প্রতিবাদ জানাতে হবে আমাদের।

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রবাসী দফতরের প্রধান হিসেবে এখন দায়িত্ব পালন করছেন খালেদ মেশাল। এর আগে তিনি হামাসের (কেন্দ্রীয়) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি কাতারে অবস্থান করছেন। কাতার যাওয়ার পর থেকে তিনি প্রবাস দফতরের দায়িত্ব গ্রহণ করেন।

কাতার থেকে রয়টার্সকে পাঠানো বার্তায় খালেদ মেশাল বলেন, জর্ডান, সিরিয়া, লেবানন এবং মিসরীয় সরকার ও দেশগুলোর জনগণ ফিলিস্তিনিদের সমর্থন করা বড় দায়িত্বের মধ্যে পড়ে। বিশেষ করে জর্ডানবাসীর প্রতি তিনি পাশে থাকার আহ্বান জানান।

হামাসের এই সাবেক প্রধান জর্ডানের জনগণকে পাশে থাকার আহ্বান জানিয়ে বলেন, জর্ডানের উপজাতি, তরুণ, ভাই এবং বোনেরা… এটি সত্যের মুহূর্ত। আপনাদের সীমান্তের কাছাকাছি আমরা। আপনার সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে অবগত।

সূত্র : টিআরটি

Comments