মরিয়ম নেওয়াজ গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৩০ পূর্বাহ্ণ, আগস্ট ৯, ২০১৯

সুগার মিলের অর্থ প্রতারণায় জতি থাকা পাকিস্তানের পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ আগস্ট) কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাকে আটক করে জাতীয় জবাবদিহি ব্যুরো (এনএবি)।

মরিয়ম নওয়াজ সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের মেয়ে। এই মামলায় সম্পৃক্ততার জেরে মরিয়মের সঙ্গে তার চাচাত ভাই ইউসুফ আব্বাসকেও গ্রেপ্তার করা হয়েছে। ডন

বৃহস্পতিবার কোট লাখপাতের কারাগারে থাকা বাবা নওয়াজ শরিফকে দেখে ফেরার পথে তাদের গ্রেফতার করে পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি)। পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো (এনএবি) সূত্র জানায়, চৌধুরী সুগার মিলসের (সিএসএম) সঙ্গে সংযোগ থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। পিএমএল-এন সূত্র জানায়, ভাইস প্রেসিডেন্ট মরিয়ম বর্তমানে জাতীয় জবাবাদিহি ব্যুরোর প্রধান কার্যালয়ে আছেন। গ্রেপ্তারের পর তাকে এনএবি হেফাজতে রাখা হয়েছে।

আজ শুক্রবার সকালে তাকে জাতীয় জবাবদিহি আদালতে উপস্থিত করা হবে বলে জানান, এনএবি প্রসিকিউটর হাফিজ আসাদুল্লাহ আওয়ান।

Comments