বইমেলায় লেখকের কথা (ভিডিও)

প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০১৯

নাফিজ আলম চয়ন, নিজস্ব প্রতিনিধি: শুরু হয়েছে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯।  মেলার ১১তম দিনে বিভিন্ন স্টলে প্রতিদিনিই জমা পড়ছে নতুন নতুন বই। দিন যতই বাড়ছে, তরুণ লেখক-লেখিকাদের আগ্রহ ও উৎসাহ বেড়ে চলছে।

বইমেলা ঘুরে দেখা যায় পাঠকদের বিশাল সমাগম। গ্রন্থমেলাকে প্রাণবন্ত করতে তাদের উপস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন লেখক-প্রকাশক।

শুরুতেই কথা হয় একজন তরুণ লেখিকা শেখ সুমাইয়া সুলতানার সাথে। এবারে বইমেলায় তার দ্বিতীয় বই ‘কিছু বলতে চাই’ প্রকাশিত হয়েছে। মূলত এটি বাণী কাব্যগ্রন্থ। নারী ছাড়া রাষ্ট্র অচল। ‘নারী মেঝের কারপেট নয়, ঘরের খুটি নয়, নারী-পুরুষের অর্ধাঙ্গী। পরিবার, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যে পেছন থেকে প্রেরণা যোগায়’ এমন সুন্দর সুন্দর বাণীমালা নিয়ে বইটিতে ধর্মীয়, রাষ্ট্রীয় সামাজিক এই তিনটি প্রেক্ষাপটকে তুলে ধরা হয়েছে।

তারপর কথা হয় লেখক ইলিয়াস হাসানের সাথে। এবারে তার কবিতার বই ‘মেঘে ঢাকা রোদ’ প্রকাশিত হয়েছে। বইমেলায় এটি তার ১৯তম বই। বইটিতে সমাজ, সংস্কৃতি, সভ্যতা, ইসলামী চেতনা, দেশ, পথশিশু ইত্যাদি উঠে এসেছে।

কথা হয় আরো একজন তরুণ লেখকের সাথে। যিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ভিত্তিক উপন্যাস লিখেছেন। সেখানে ইতিবাচক নেতিবাচক দিকটি তিনি তুলে ধরেছেন।

https://youtu.be/U9uzMeDLZQg

/সিএইচ

Comments