ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, মার্চ ১২, ২০১৯ আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে কেনিয়ার নাইরোবিতে যাওয়ার পথে ১৫৭ জন আরোহী নিয়ে বোয়িং ৭৩৭-৮ ম্যাক্স উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় সেখানে থাকা সবাই নিহত হয়েছেন। ইথিওপিয়ান এয়ারলাইনস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এপি ও ইউএনবি এ তথ্য দিয়েছে। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে বিবৃতিতে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি এয়ারলাইনস কর্তৃপক্ষ। বিমানটি একেবারেই নতুন ছিল এবং গত নভেম্বরে এটি ফ্লাইট পরিচালনা শুরু করে। রাষ্ট্রমালিকানাধীন ইথিওপিয়ান এয়ারলাইনসকে আফ্রিকার সবচেয়ে সেরা সেবাদানকারী এয়ারলাইনস হিসেবে বিবেচনা করা হয়। ওই এয়ারলাইনসের বিবৃতিতে বলা হয়, ১৪৯ যাত্রী এবং আটজন ক্রুকে নিয়ে আদ্দিস আবাবা থেকে ছেড়ে যাওয়ার ছয় মিনিট পরই সকাল ৮টা ৪৪ মিনিটে এটি বিধ্বস্ত হয়। আদ্দিস আবাবা থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে দেবরি জেট অথবা বিশফটু এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। বিবৃতিতে বলা হয়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে এবং তাদের কাছে জীবিত বা হতাহতদের সংখ্যা সম্পর্কে নিশ্চিত তথ্য নেই। তবে ঘটনার দুদিনের মাথায় ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার করেছে তদন্তকারী কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা বলছেন, গত রোববার ভয়াবহ ওই দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয়। এদিকে এ দুর্ঘটনায় ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। রাষ্ট্র সম্প্রচার মাধ্যম ইবিসি তাদের খবরে জানিয়েছে, ওই ফ্লাইটে ৩৩টি দেশের নাগরিক ছিল এবং তাঁরা সবাই মারা গেছেন। ইথিওপিয়ান এয়ারলাইনসের একজন মুখপাত্র জানান, বিমানটিতে কেনিয়ার ৩২ এবং ইথিওপিয়ার ১৭ জন নাগরিক ছিল। কেনিয়ার পরিবহনমন্ত্রী জেমস ম্যাকারিয়া সাংবাদিকদের জানান, কেনিয়া কর্তৃপক্ষ এখনো যাত্রীদের তালিকা পায়নি। পরিবারের সদস্য এবং বন্ধুদের জন্য একটি জরুরি সেবাকেন্দ্র চালু করা হয়েছে। বিআইজে/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: বিধ্বস্ত বিমানের ব্ল্যাক বক্স উদ্ধার