যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫ নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১১:২০ পূর্বাহ্ণ, মার্চ ১০, ২০১৯ একুশে ডেস্ক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ছোট আকৃতির একটি বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। এরইমধ্যে নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে দুই ইঞ্জিনের একটি এয়ারক্রাফট বিধ্বস্ত হলে প্রাণহানির এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, ফ্লোরিডার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় লেক ওক্কিচব্বিতে সৈকত থেকে ৪০০ মিটার দূরে প্লেনটি বিধ্বস্ত হয়। এতে প্লেনের ৫ আরোহীর সবাই নিহত হন। টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্লেনটি দক্ষিণাঞ্চলীয় পাহোকিতে যাচ্ছিল বলে জানিয়েছে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। পাম বিচ কাউন্টি শেরিফ অফিস থেকে নিহত পাঁচজনের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড এফএএ’র সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করেছে। ফ্লোরিডার সবচেয়ে বড় লেক হিসেবে পরিচিত স্বচ্ছজলের লেক ওক্কিচব্বি। ৩৫ মাইল দীর্ঘ যার সৈকত। এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: