সৌদি তেলক্ষেত্রে হুথিদের ড্রোন হামলা

প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক

সৌদি আরবের একটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার (১৭ আগস্ট) আল-মাসিরাহ টেলিভিশনের এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে। তবে সৌদি কর্তৃপক্ষ বা ‘আরামকো’র পক্ষ থেকে এখনো এই বিষয়ে কিছুই জানানো হয়নি।’রয়টার্স’

ইয়েমেনে সৌদি সমর্থিত সরকারকে স্থিতিশীল করতে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিপক্ষে যুদ্ধ করে আসছে সৌদি সমর্থিত যৌথ বাহিনী। হুথি বিদ্রোহীরা ২০১৪ সাল থেকে ইয়েমেনের রাজধানী সানার দখল নিয়ে আছে। এই যুদ্ধ এখন সামরিক বাহিনী পর্যন্ত গড়িয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সৌদি আরবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেলে হুথি সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাতে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সৌদি আরবের তেল কর্তৃপক্ষ ‘আরামকো’র শেইবাহ তেলক্ষেত্রে ও রিফাইনারি স্টেশনে ১০টি ড্রোন হামলার টার্গেট করা হয়েছে। শেইবাহ তেলক্ষেত্রটি সংযুক্ত আরব আমিরাতের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।

তবে হুথি বিদ্রোহীদের এই হামলার বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়েছে আরামাকো কর্তৃপক্ষ।

অন্যদিকে, হুথি বিদ্রোহীদের ওই মুখপাত্র জানিয়েছে, সৌদি সমর্থিত যৌথ বাহিনীর হামলা বন্ধ না হলে হুথি হামলা আরও বাড়বে।

গত মে মাসে সৌদি আরবের দুইটি তেলক্ষেত্রে ড্রোন হামলা চালিয়েছিল হুথি বিদ্রোহীরা।

Comments