বাবরি মসজিদ মামলা: ১৫ আগস্ট পর জানা যাবে চূড়ান্ত সিদ্ধান্ত নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, মে ১০, ২০১৯ ডেস্ক : ভারতের অযোধ্যার বাবরি মসজিদের জমির বিতর্কের অবসান হবে ১৫ আগস্ট। কারণ, এ ব্যাপারে যারা মধ্যস্থতা করছেন, সেই প্যানেলের দাবি মেনে নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য তাদের সময়সীমা বাড়িয়ে ১৫ আগস্ট করেছে দেশটির শীর্ষ আদালত। প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ শুক্রবার মধ্যস্থতাকারীদের প্যানেলকে বাড়তি সময় মঞ্জুর করতে গিয়ে বলেছে, ‘আমরা জানতে চাইছি না, আপনারা কত দূর এগোলেন? সেটা আপনাদের গোপনীয় ব্যাপার। প্যানেল সময় চেয়েছিল। দেওয়া হলো।’ ভারতীয় সংবাদমাধ্যম বলছে, প্রধান বিচারপতি ছাড়াও শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি এস এ ববদে, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি অশোক ভূষণ ও বিচারপতি এস আবদুল নাজির। এর আগের শুনানিতে সুপ্রিম কোর্ট কয়েক দশকের ওই বিরোধ মেটানোর জন্য মধ্যস্থতাকারীদের একটি প্যানেল গঠন করে দিয়েছিল। তার নেতৃত্বে বসানো হয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি এফ এম কলিফুল্লাকে। এর আগে বাবরি মসজিদ মামলার নিষ্পত্তিতে মধ্যস্থতার পথ অনুসরণের নির্দেশ দিয়েছিল ভারতের সুপ্রিম কোর্ট। মধ্যস্থতাকারী হিসাবে তিন সদস্যের একটি প্যানেলও তৈরি করে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি ইব্রাহিম খলিফুল্লার নেতৃত্বাধীন ওই কমিটিকে আট সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। প্যানেলের অন্য দুই সদস্য হলেন ধর্মগুরু শ্রীশ্রী রবিশঙ্কর এবং আইনজীবী শ্রীরাম পঞ্চু। এমএম/ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: বাবরি মসজিদবাবরি মসজিদ মামলামসজিদ