আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন আস্কফরগেইনের সংবর্ধনা অনুষ্ঠান নিউজ ডেস্ক নিউজ ডেস্ক প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ণ, মার্চ ১৩, ২০১৯ আব্দুল আহাদ সালমান: আন্তর্জাতিক সাংস্কৃতিক সংগঠন আস্কফরগেইন উদ্যোগে ঢাকা আল মস রেস্টুরেন্টে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের প্রতিষ্ঠাতা ও পরিচালক আবদুল আহাদ সালমানকে আস্কফরগেইন এর কান্ট্রি ডিরেক্টর হিসেবে নিযুক্ত হওয়া সংবর্ধনা দেওয়া হয়। গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, আস্কফরগেইন ম্যানেজিং ডিরেক্টর মো মাহদী হাসান। নবনির্বাচিত ডিরেক্টর আহাদ সালমান তার বক্তব্যে বলেন, ইসলামি গানের শুরু মদীনায়। যে গানটি দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনাবাসি বরণ করে নিয়েছিলেন সে গানটিই মূলত প্রথম ইসলামি গান। ‘ত্বালা’আল বাদরু ’আলাইনা,মিন সানিয়্যাতিল ওয়াদা’ হল সেই প্রথম ইসলামি গান। ইসলামি সংস্কৃতির সাংস্কৃতিক কর্মকান্ডের আনুষ্ঠানিক যাত্রাকাল ধরতে পারি সেই সময়টিকে, যখন রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছিল, আর রাসূল সা. সাহাবাদের ডেকে বললেন ‘যারা আমাকে তরবারী দিয়ে সাহায্য করছে, তাদেরকে মুখ দিয়ে সাহায্য করতে কে নিষেধ করেছে!’ অর্থাত কবিতার যুদ্ধে অংশ নিতে কবিদেরকে আহবান জানিয়ে ছিলেন। তখন রাসূল স.কে মুখ দিয়ে সাহায্য করার জন্য অনেকেই এগিয়ে এসেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান বিন সাবিত, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এবং কাব বিন মালিক রা.কে নির্বাচন করেছিলেন। এটাই সুস্থ সংস্কৃতির প্রথম টিম, যা রাসুল সা.র নিজ হাতে গঠিত। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসসান বিন সাবিতের রা.র জন্য মসজিদে নববিতে একটি মঞ্চ বানিয়ে দিয়েছিলেন এবং এটাকে ইসলামি সংস্কৃতির প্রথম সাংস্কৃতিক মঞ্চ বলতে পারি। এখান থেকেই রাসুল স.- এর সাংস্কৃতিক বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু। এবং এ থেকে শিক্ষণীয় বিষয় হল, সাংস্কৃতিক মঞ্চ আর জেনারেল মঞ্চ এক নয়। বিনোদনের জন্যে আলাদা মঞ্চ নির্মাণই রাসুল স.র সংস্কৃতি। মানুষের মধ্যে এমনো থাকবে যারা কোরানকে ঘিরেই জীবন কাটাবেন আবার কারো কারো বিনোদন প্রয়োজন হবে। সেই বিনোদনও ইসলামের বাইরের কিছু নয়। এবং অপসংস্কৃতির মোকাবেলায় তার বিকল্প তৈরিই ইসলাম। এই মঞ্চ থেকে অপসংস্কৃতির অশুদ্ধ কাজের বিপরিতে এমন সব জওয়াব প্রদান করা হয়ে ছিল যে অপসংস্কৃতির প্রচারকদের জবান রুদ্ধ হয়ে গিয়েছিল। এমনতর মানসম্মত নির্মাণ, জওয়াবই ইসলাম। রাসুলের সুন্নাহ। এখনকার সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতিটি মঞ্চই সেই মঞ্চের ধারাবাহিকতায় গঠিত। যে মঞ্চের প্রতিষ্ঠাতা স্বয়ং রাসুল সা. সেই মঞ্চের উপস্থাপনা অবশ্যই মানসম্মত, নান্দনিক, চমকপ্রদ হতে হবে। হতে হবে সবচেয়ে শ্রেষ্ঠ। সভাপতির ভাষণে মেহেদী হাসান বলেন অপ সংস্কৃতির প্রতিরোধ ও সুস্থ সংস্কৃতির বিকাশই আমাদের মূল লক্ষ্য আন্তর্জাতিকভাবে ইসলামী সংস্কৃতিকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে আমাদের এই মিশন ২০১৮ সালে বাংলাদেশে বিশ্বে এই প্রথম আটটি দেশের অংশগ্রহণে Ask4gain international Islamic idol 2018 বিজয় টিভি ও ইন্দোনেশিয়ান tv9 এ সম্প্রচারিত হয়েছে। এরই ধারাবাহিকতায় শুরু হতে যাচ্ছে Ask4gain international Islamic idol season 2 venu ইন্দোনেশিয়া flag । বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে বিজয়ীর মুকুট ছিনিয়ে আনতে চূড়ান্ত বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে আগামী ২৩- ০৩-২০১৯। স্থান ইসলামিক ফাউন্ডেশন জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ঢাকা। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুল্লাহ, রেডিও টাচ এর পরিচালক নেচার আহমেদ, ওবায়দুল্লাহসহ অনুপ্রাস ও আস্কফরগেইনের শিল্পী সদস্যরা। এফএফ Comments SHARES আন্তর্জাতিক বিষয়: