সন্ত্রাসী হামলার পর মসজিদ এলাকায় মুসলমানদের সঙ্গে জাসিন্ডা আরডার্নের আলিঙ্গণ

প্রকাশিত: ৮:৫৩ পূর্বাহ্ণ, মার্চ ১৮, ২০১৯

একুশে ডেস্ক: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের আল নুর মসজিদে সন্ত্রাসী হামলার পর ঘটনাস্থলে গিয়ে মুসলমানদের সান্ত্বনা দেন।

 

ঘটনাস্থানে গিয়ে জাসিন্ডা আরডার্ন মুসলমানদের সান্ত্বনা দেয়ার সময় মুসলমানদের এভাবে বুকে জড়িয়ে নেন।

 

জাসিন্ডা আরডার্নকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন মুসলমানরা।

 

সন্ত্রাসী হামলায় নিহতদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন জাসিন্ডা আরডার্ন।

 

সন্ত্রাসী এ হামলায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে সম্মান জানাচ্ছেন জাসিন্ডা আরডার্ন। এ সময় তিনি কিছুক্ষণ নীরবতা পালন করেন।

 

জাসিন্ডা আরডার্ন মুসলমানদের খোঁজ-খবর নিচ্ছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অর্থশতাধিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশতাধিক। এ নিয়ে বিবৃতি দিয়েছেন বিশ্বের অনেক দেশের নেতারা। আমেরিকার প্রেসিডেন্ড ডোনাল্ড ট্রাম্পের টুইট নিয়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়। এ হামলায় বাংলাদেশের পাঁচ নিহত হয়েছেন। তবে এই সংখ্যা বেড়ে ৮ হওয়ার  আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে নিহত ৩২ জনের ছবি প্রকাশ করে কর্তৃপক্ষ।

এফএফ

Comments